জেলার খবর

ধামরাইয়ে খাদ্য নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ

ধামরাইয়ে খাদ্য নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

ঢাকার ধামরাইয়ে মুজিববর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্য বিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ই জানুয়ারি) দুপুর বারটার দিকে ধামরাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

জেলা নিরাপদ খাদ্য অফিসার তাহমিনা খাতুন এর সঞ্চালনায় এ’সেমিনারের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল হক।

এ’সময় উক্ত সেমিনারে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) অন্তরা হালদার, উপজেলা খাদ্য কর্মকর্তা আঃ রহিম,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরিফুল হাসান, ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কামাল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা খানম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজনীন নাহার, উপজেলা সমবায় কর্মকর্তা পারভীন আশরাফী, ধামরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাবদ্দিন, বাইশাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম মাসুদ রানা, মিষ্টি ব্যবসায়ি,বেকারি ব্যবসায়ি,হোটেল ব্যবসায়ি সহ বিভিন্ন শ্রেণী পেশার লোক,সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

সেমিনারে বক্তাগন তাদের বক্তব্যে বলেন দেশের মানুষের সাংবিধানিক অধিকার নিরাপদ খাদ্য ব্যবস্হা নিশ্চিত করার লক্ষ্যে মানণীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকার ২০১৩ সালে বাংলাদেশে নিরাপদ খাদ্য আইন-২০১৩ প্রণয়ন করেন। সে অনুযায়ী দেশের উপজেলা পর্যায়ে সবাই নিরাপদ খাদ্য সমন্ধে ও উক্ত আইন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা খুবই জরুরি ও গুরুত্বপূর্ণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button