ব্রাহ্মণবাড়িয়া ভাদুঘর গ্রীণ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২১ ফাইনাল খেলা অনুষ্টিত।
মোঃ আল আমিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া ভাদুঘর গ্রীণ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২১ ফাইনাল খেলা অনুষ্টিত।
ব্রাহ্মণবাড়িয়া সদর ভাদুঘর মহল্লায় হ্মুদ্র প্রয়াস সংগঠনের মাদকমুক্ত সমাজ চাই, খেলাধুলায় ফিয়ে যায় এই শ্লোগানে ১৫ই জানুয়ারী ২০২১ইং রোজ শুক্রবার দুপুর ০২:৩০মিঃ সময় হ্মুদ্র প্রয়াস তিনটি মহৎ উদ্দেশ্য গ্রীণ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত।
উক্ত ফাইনাল খেলাই অংশগ্রহন কারি দু’দল হল মরহুম সামছুল হুদা কমিশনার স্মৃতি পরিষদ বনাম এলহামপাড়া কিংস। খেলার মহৎ তিনটি উদ্দেশ্য হল ১/ এক হাজার (১০০০) বৃক্ষ রোপণ যা বাস্থবায়িত হয়েছে ২/ মাদকের বিরোদ্ধে জিরো টলারেন্স নীতি যা (চলমান) ৩/ সবার জন্য একটি উপযুক্ত খেলার মাঠের ব্যবস্থা যা (চলমান)
হ্মুদ্র প্রয়াস সংগঠন শুধুমাত্র বানিজ্যিক কর্মকান্ডে নিজেকে আবদ্ধ রাখেনি, বরং বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কার্যক্রম, এমনকি বেশ কিছু ব্যতিক্রমী উদ্যোগও গ্রহন করেছে।
এরকমই একটি ব্যতিক্রমী উদ্যোগ হচ্ছে গ্রীন ক্রিকেট টূর্নামেন্ট এর আয়োজন উক্ত ফাইনাল টূর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সম্বাব্য মেয়র পার্থী জনাব হাজী মাহমুদুল হক ভূইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম নেহার কমিশনার এডঃ ইসহাক, আনোয়ারুল ইসলাম ভুইয়া ও এস.আই. মোতালেব,সাহেব নিলুফা ইয়াসমিন, ফরিদ উদ্দিন দুলাল, সোলায়মান মিয়া আঃলীগনেতা ও মোশতাক চৌধুরী প্রমুখ
সভাপতির দায়িত্বে ছিলেন জাতীর সূর্য সন্তন বীর মুক্তিযোদ্ধা জনাব আলী আকবর ভাদুঘর বান্নিঘাট (মেলার মাঠে) টূর্নামেন্ট এর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিলো। সে সময় ফেইজবুক লাইভে উক্ত ফাইনাল ম্যাচটি সরাসরি সম্প্রচার করেছিলো কমটির কর্মকর্তাগন।