ধামরাই উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন, শামীম খান সভাপতি, কায়সার সম্পাদক নির্বাচিত।
রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ
ধামরাই উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন, শামীম খান সভাপতি, কায়সার সম্পাদক নির্বাচিত।
বৃহস্পতিবার সকালে ঢাকার ধামরাই উপজেলা প্রেসক্লাবের ১৫সদস্য বিশিষ্ট এক কার্যকরি কমিটি গঠিত হয়েছে। আহবায়ক ও দৈনিক যুগান্তর পত্রিকার ধামরাই প্রতিনিধি শামীম খানকে সভাপতি এবং যুগ্ম আহবায়ক, মোহনা টেলিভিশনের ধামরাই প্রতিনিধি মেহেদী ইমামজান কায়সারকে সাধারণ সম্পাদক করে এ-কার্যকরি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার সকাল ১০টায় পৌরশহরের মোকামটোলা মাজার রোডস্থ প্রেসক্লাব ভবনে এশিয়ান টেলিভিশনের ঢাকা উত্তর প্রতিনিধি ও যুগ্ম আহবায়ক মোঃ আশরাফুল ইসলামের সবাপতিত্বে এ নিয়ে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী ঝটঝামেলা এড়াতে ও করোনা পরিস্থিতিকে সামনে রেখে সাধারণ সভায় প্রেসক্লাবের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে সিলেকশনের মাধ্যমে এ কার্যকরি কমিটি গঠন করা হয়েছে।
কার্যকরি কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ আশরাফুল ইসলাম (এশিয়ান টিভি), সহ-সভাপতি মোঃ আমিনুর রহমান (চ্যানেল এস), সহ-সভাপতি রনজিত কুমার পাল (দৈনিক বাংলাদেশ সমাচার), যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা (দৈনিক আলোকিত প্রতিদিন),অর্থ সম্পাদক মোঃ আমির হামজা (দৈনিক দিনকাল), দপ্তর ও সাংগাঠনিক সম্পাদক মোঃ ইমরান খান (দৈনিক বাংলাদেশের আলো), আইন বিষয়ক সম্পাদক মোঃ ইউসুফ আলী (দৈনিক খবর বাংলাদেশ) প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম (দৈনিক দেশের কন্ঠ), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ সোহেল রানা (দৈনিক ডেল্টা টাইম) গ্রন্থাগার ও মহিলা বিষয়ক সম্পাদক রওনাকজান কথা (দৈনিক খোলা কাগজ), কার্যকরি সদস্য মোঃ কাজী মিজানুর রহমান মিজান (দৈনিক লাখো কন্ঠ) ও কার্যকরি সদস্য মোঃ সাদিকুল ইসলাম খান সাদিক (দৈনিক ভোরের সময়)।
কার্যকরি কমিটি গঠন শেষে উপজেলা প্রেসক্লাবের সকল সদস্য ঢাকা-২০, ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য, ঢাকা জেলা আওয়ামী লীগ ও বায়রার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, ধামরাই উপজেলা সহকারি কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার, ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্রী দীপক চন্দ্র সাহা,পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ নয়ন মিয়া ও কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ রাসেল মোল্লাকে ফুলের তোড়া দিয়ে বরণ ও শুভেচ্ছা বিনিময় করা হয়।