পাইকগাছায় ব্যবসায়ীকে বেঁধে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতায়; আটক ১ মালামাল উদ্ধার।
এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)
পাইকগাছায় ব্যবসায়ীকে বেঁধে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতায়; আটক ১ মালামাল উদ্ধার।
পাইকগাছায় সংঘবদ্ধ দস্যুদল এক কাঠ ব্যবসায়ীকে বেঁধে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ৪ টার দিকে উপজেলার কুমখালী অচিন্ত মন্ডলের বাড়ীর সামনে নদীর ধারে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত ১ জনকে আটক ও মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় থানায় দ্রুতো বিচার আইনে মামলা হয়েছে।
জানা যায়, গড়ইখালী ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের কাঠ ব্যাবসায়ী রকিবুল ইসলামের ছেলে রনি বরিশাল থেকে ট্রলারযোগে বিভিন্ন প্রজাতির ১শ মণ লগ কাঠ ক্রয় করে ৭০ মণ কাঠ বিক্রি করেন। বাকী ৩০ মণ কাঠ বিক্রির জন্য কুমখালী অচিন্ত কুমার মন্ডলের বাড়ীর সামনে নদীর কিনারায় ট্রলারটি বেঁধে রাখেন।
বুধবার রাত সাড়ে ৪টার দিকে সংঘবদ্ধ দস্যু দলটি রকিবুল ইসলাম রনির ট্রলারে গিয়ে তাকে বেঁধে ফেলে এ সময় মৃত্যুর ভয় দেখিয়ে কাঠ বিক্রির ১ লাখ ১০ হাজার ৭১০ টাকা ছিনিয়ে নেয়।
ঘটনার পর রকিবুল ইসলাম বাদী হয়ে পাইকগাছা থানায় এজাহার দাখিল করলে পাইকগাছা থানা পুলিশ আল-মদিনা মার্কেট থেকে আব্দুল্লাহ গাইন নামের একজনকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল উদ্ধার করে পুলিশ।
ওসি এজাজ শফী জানান, এ ঘটনায় একজন আটক রয়েছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।