বিএনপির মেয়র প্রার্থী নাসির উদ্দিনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা।
নারায়ণগঞ্জের তারাব পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আলহাজ্ব নাসির উদ্দিনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) রূপগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষে মেয়র পদে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা মতিয়ুর রহমান।
এছাড়া স্বতন্ত্র মেয়র প্রার্থী আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। সাধারণ কাউন্সিলর একজন এবং সংরক্ষিত কাউন্সিলর একজনসহ মোট ৪ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। অবৈধ প্রার্থীরা আপিল করতে পাবেন।
দুই জন মেয়র প্রার্থীসহ মোট বৈধ প্রার্থীর সংখ্যা ৫১ জন। মেয়র পদে বৈধ প্রার্থী হলেন আওয়ামী লীগ প্রার্থী ও তারাব পৌরসভার বর্তমান মেয়র হাছিনা গাজী, বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রাথী আবু সাঈদ। মঙ্গলবার সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবুর রহমান সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।