রিয়াদে কুমিল্লা প্রবাসী অনলাইন গ্রুপের ৫ম বর্ষ উদযাপন।
মোঃ রুস্তম খাঁন, রিয়াদ প্রতিনিধি-(সৌদিআরব)
রিয়াদে কুমিল্লা প্রবাসী অনলাইন গ্রুপের ৫ম বর্ষ উদযাপন।
সৌদি আরব রিয়াদে ১২ই ডিসেম্বর শনিবার বিকাল ৪টা থেকে গভীর রাত পর্যন্ত কুমিল্লা প্রবাসী অনলাইন গ্রুপের ৫ম বর্ষ উদযাপন স্থানীয় দাড়াইয়া এক কমিউনিটি সেন্টারে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা প্রবাসী অনলাইন গ্রুপের সভাপতি শফিকুর রহমান লাদেনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক আলী আজগর ও সাংস্কৃতিক সম্পাদক শাহেদ গাজীর যৌথ পরিচালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-রিয়াদের ঢাকা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা প্রবাসী সোসাইটি কল্যাণ ফান্ডের প্রধান নূরে আলম, দেবিদ্বার প্রবাসী ফাউন্ডেশন-সৌদি আরবের আহ্বায়ক সাংবাদিক মোঃ রুস্তম খাঁন, কুমিল্লা প্রবাসী সোসাইটি কম্পিউটার ক্লাবের প্রধান আইটি ইঞ্জিনিয়ার আব্দুর রহিম ভূইয়া, ঢাকা মেডিকেল সেন্টারের ডাইরেক্টর মাওলানা সফিউল্লাহ, শাখাওয়াত হোসেন আরমান, জাকির হোসেন।
কুমিল্লা প্রবাসী অনলাইন গ্রুপের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন- কুমিল্লা প্রবাসী অনলাইন গ্রুপের সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা, সহ-সভাপতি রেজাউল করিম, সহ-সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফ মোল্লা, অন্যতম সদস্য অবসরপ্রাপ্ত সৈনিক আব্দুল হালিম, শিল্পী কবির হোসেন।
অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন- সৌদি আরব রিয়াদের অনলাইন ভিত্তিক সংগঠন সরল পথের সাধারণ সম্পাদক পেয়ার হোসেন, যোগাযোগ সরল পথের সভাপতি সবুজ খান, স্মার্ট গ্রুপের সভাপতি মোহাম্মদ মানিক হোসেন, মদিনা ইসলাম গ্রুপের সভাপতি মোহাম্মদ আলী, হিলফুল ফুজুল গ্রুপের সভাপতি জহিরুল ইসলাম, ইয়েলো প্লেট গ্রুপের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, বায়ারেক আল হাসান গ্রুপের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ফয়সাল সিসিটিভি’র পরিচালক ফয়সাল আহমেদ, রিয়াদস্ত চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম।
এই সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা প্রবাসী অনলাইন গ্রুপের কার্য-নির্বাহী কমিটির সদস্য সহ- সভাপতি মোহাম্মদ ইয়াকুব, সহ-সাধারন সম্পাদক আবুল খায়ের, ইসমাঈল হোসেন , প্রচার সম্পাদক মোহাম্মদ হোসেন,সহ – প্রচার সম্পাদক মোহাম্মদ মনির, সহ-অর্থ সম্পাদক হালিম গাজী, ওমর ফারুক, দপ্তর সম্পাদক রুহুল আমিন, সহ-দপ্তর সম্পাদক ইসমাইল সহ কুমিল্লা প্রবাসী অনলাইন গ্রুপের সকল সদস্য বৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন খেলার আয়োজন করা হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।