জেলার খবর

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা।

মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধিঃ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা।

মুজিব চত্বরের সম্মুখে নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান এর সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন এবং সকাল ১০.৩৫ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নোয়াখালীর বিজ্ঞ জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১,নোয়াখালী জয়নাল আবেদীন,নোয়াখালীর বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট উৎপল চৌধুরী,নোয়াখালী পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন,বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসকগণ,জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ,সহকারী কমিশনার ও এক্সিকিভটিভ ম্যাজিস্ট্রেটগণ এবং জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সভায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে জাতির পিতার ভাস্কর্য ভাংচুরকারীদের বিরুদ্ধে রুখে দাঁ‍ড়ানোর আহবান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button