(কবিতা) গোপন কথা
— মাইন উদ্দিন আহমেদ
উচিত নয় বলা বাতেনী কথা,
লোকজন জমাবে ভীড়–
আছে যাদের দেহে-মনে ব্যথা।
নিরাময়ে দিতে বলবে অপথ্য,
অপারগতায় মিলবে কপালে
গালিগালাজ অকথ্য।
এক কবি লিখলেন–
“বন্যরাও যে মানুষের সহোদর”,
গভীর তত্ত্ব যদি না পারি বুঝতে
তাহলে কেমনে তাঁরে করি কদর!
অজানা পন্থায় এলো বিশেষ বাণী,
সরল মানুষকে তা কেউ দেয় আনি;
তা দস্তুর মত একটি গল্প,
যা বলবো তা খুবই অল্প:–
সৃষ্টির আগে মানুষের শ্রেষ্ঠত্ত্বের
কথা শুনে গরু আবেদন করেছিলো
মানুষ হবার জন্য। বিধাতা ওদের
ব্যাজার করেননি। বলেছেন, যারা
মানুষের খাদ্য হবে তারা
পরের বার মানুষ হয়ে জন্মাবে।
মানুষের শরীরে মিশে
মাটির উদরে গিয়ে উভয়ে
হবে বিলীন।
এই মাটির ভেষজ প্রক্রিয়া
সারাংশকে করবে মানুষ–
মাটি থেকে তৈরী মহান মানুষ।
এ ঘোষণার পর থেকে গরুরা
মানুষের খাদ্য হতে রাজী হলো।
মাটিকে ধরে নিয়ে বিশাল উদর,
প্রাণী ও মানুষকে কবি বলেন সহোদর!