শিক্ষাঙ্গন
জাতি আজ বাকরুদ্ধ প্রতিবন্ধী নারী শিশু সতীত্ব হারিয়ে দেশ হয়ে যাচ্ছে নির্বিক।
নিউজ জাতীয় বাংলাদেশ ডটকমঃ
জাতি আজ বাকরুদ্ধ প্রতিবন্ধী
নারী শিশু সতীত্ব হারিয়ে দেশ হয়ে যাচ্ছে নির্বিক।
কবিতাঃ লেখক সাংবাদিক সাহাদাৎ হোসেন শাহীন।
আমরা আজ বাকরুদ্ধ জাতি
হারকিউলিস কোথায় তুমি
আবার এসো ফিরে!
জারজের পাল ক্ষেপেছে আবার
বাংলার প্রান্তরে।
শাস্তি ওদের আদালত নয়
তোমাকেই দিতে হবে!
ওরা তো মানে না আইন আদালত
কেন থেমে আছো তবে?
কুকুরেও মানে ভাদ্র আশ্বিন
ওরা যে মানে না কিছু,
আদিম নেশায় ছোটে হরদম
মায়ের জাতের পিছু!
কালক্ষেপণের জটিল আইনে
নেই কো ওদের ভয়,
দ্রুত বিচারে ফাঁসি না হলে
শাস্তি কি করে হয়?
অথবা হবে শাস্তি যেমন
প্রকাশ্যে গুলি করে,
মারতে হবে এভাবে ওদের
ধর্ষণের ঠিক পরে।
বিচার কার্যের দীর্ঘায়নে
ওদের বেড়েছে সাহস,
হারকিউলিস জলদি এসে
মিটাও ওদের হাউস।
যেভাবে শুরুটা করেছিলে তুমি
বছর খানেক আগে,
আবার এসো দোহাই তোমার
ওদের আনতে বাগে।।
সাংবাদিক ঐক্য সাহাদাৎ হোসেন শাহীন।