শিক্ষাঙ্গন

জবির ভাস্কর্য ও মুর‌্যাল ঘিরে নিরাপত্তা জোরদার।

জবি প্রতিনিধিঃ

জবির ভাস্কর্য ও মুর‌্যাল ঘিরে নিরাপত্তা জোরদার।

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যে ভাঙচুর চালানোর ঘটনার পর অপ্রীতিকর ঘটনা এড়াতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘৭১ এর গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি’ নামক ভাস্কর্য ও জাতির জনকের মুর‌্যাল ঘিরে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে।

সরেজমিনে দেখা যায়, রবিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তচত্বরে অবস্থিত ভাস্কর্যটি ও বিশ্ববিদ্যালয়ের মেইন ফটকের পাশে অবস্থিত জাতির জনকের মুর‌্যাল ঘিরে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নিরাপত্তা জোরদারের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমাদের ক্যাম্পাসের নিরাপত্তা বাহিনী বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্যের নিরাপত্তায় নিয়োজিত আছে। যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

উল্লেখ্য যে, দেশে কয়েকদিন ধরে ভাস্কর্য নিয়ে উত্তাপ ছড়ানোর চেষ্টা করছে কয়েকটি ইসলামপন্থী সংগঠন। এদিকে শনিবার কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি নির্মাণাধীন ভাস্কর্যে অজ্ঞাত দুর্বৃত্তরা ভাঙচুর চালায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button