ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে বহিস্কৃত জবি শিক্ষার্থী তিথি সরকার গ্রেফতার।
মেহেরাবুল ইসলাম সৌদিপ, জবি প্রতিনিধিঃ
ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে বহিস্কৃত জবি শিক্ষার্থী তিথি সরকার গ্রেফতার।
ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রাণিবিদ্যা বিভাগের সাময়িক বহিস্কৃত ছাত্রী তিথী সরকারকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার (১১ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিআইডির এএসপি (মিডিয়া) জিসানুল হক।
এএসপি জিসানুল হক বলেন, ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি কয়েকদিন থেকে নিখোঁজ ছিলেন। এসব বিষয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
এর আগে গত ২৫ অক্টোবর থানার উদ্দেশে বাসা থেকে বের হন তিথি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে নিখোঁজ হওয়ার দুই দিন পর গত ২৭ অক্টোবর পল্লবী থানায় সাধারণ ডায়রি করেন তার বোন স্মৃতি রাণি সরকার।
এদিকে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে গত ২৬ অক্টোবর, ২০২০ বিশ্ববিদ্যালয় থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।