(কবিতা)
তিনি বাংলায় বললেন
— মাইন উদ্দিন আহমেদ
বুক টানটান উঁচু করে শির
অচেনা লোকটি বললেন–
“শোন বৎস, ওহে, পৃথিবীর
কোন এলাকার মানুষ,
দুশ্চিন্তার চোটে দেখি
তুমি প্রায় বেহুঁশ!”
তাঁকে দেখতে মনে হলো ইংরেজ
কিন্তু কথা বললেন বাংলা,
বললেন, তিনি বেশ চেনেন
কর্ণফুলি থেকে মংলা!
শুধালাম, আমি বয়স্ক লোক
আমাকেই বলছেন বৎস,
মাংস বা তরকারীকে কেন
ভুল করে বলেন মৎস?
শক্ত-সামর্থ্য বুড়ো বললেন–
আমার বয়স আশি,
আমি সদা অন্যদেরকে
বৎস বলতে ভালবাসি।
বললাম, আমি একজন লেখক
সবাই করে সম্মাণ,
বলুন আপনি কেমন করে
শিখলেন বাংলা জবান?
একটু থেমে তিনি করলেন শুরু–
সংক্ষেপেই হবে তা, বলবোনা বিশদ,
চিবিয়ে কথা বললেই হয়না
আবদুল মান্নান সৈয়দ।
শ্রোতা হিসেবে জানি তোমার
আছে অনেক তারিফ,
স্পষ্ট কথা বললেই শুধু
হয়না আহমদ শরীফ!
কাউকে যদি সুবচন শেখায় যুবক,
শোনো সে হয়ে যায়না
সৈয়দ শামসুল হক!
বল বীর–
আমার হৃদয়ে গেঁথেছে তীর,
একথা বলে কেউ হয়ে অস্হির
উৎপীড়ন করতে যদি চায় নির্মূল,
বলো সে কি হয়ে যায় কবি নজরুল?
স্বর্ণনির্মিত তরীতে চড়ে
যদি চলে যাও অনেক দূর,
তুমি কি কখনো হয়ে যাবে
রবীন্দ্রনাথ ঠাকুর?
ভাষার কথা জানতে চাইলে
বলি তোমায় গোপন কথা এক,
আমাকেতো সব ভাষাই বুঝতে হয়
কারন আমার নাম হলো বিবেক।
তোমাতে আমাতে নাই প্রভেদ,
মঞ্চে বলেন কোন কোন নেতা,
বাস্তব নহে এই সব কথা–
জেনে রাখুন, জনাব আহমেদ!