জাতীয়

গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী’র মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তাঁর সমাধিতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ’র শ্রদ্ধার্ঘ অর্পণ।

রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ

গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী’র মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তাঁর সমাধিতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ’র শ্রদ্ধার্ঘ অর্পণ।

আজ শনিবার (০৫ ডিসেম্বর -২০২০ খ্রীঃ) গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সকাল ৯ টায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা তাঁর সমাধি’তে শ্রদ্ধা (পুষ্পস্তবক) নিবেদন করেন।

সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন ১৮৯২ সালের ৮ সেপ্টেম্বর জন্ম নেন উপমহাদেশের প্রখ্যাত এই রাজনীতিবিদ। ১৯৬৩ সালের এইদিনে লেবাননের বৈরুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যমে জাতীয়তাবাদী চেতনার যে উন্মেষ ঘটেছিল, তাঁর নেতৃত্ব দিয়েছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের অবিস্মরণীয় বিজয়ের পর সুধী সমাজ তাঁকে গণতন্ত্রের মানসপুত্র বলে আখ্যায়িত করেন।

তিনি বলেন স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক গুরু হোসেন শহীদ সোহরাওয়ার্দী জনগনের অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেম। তাঁর জীবনাদর্শ প্রজন্মের অনুপ্রেরণা হয়ে থাকবে।

সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক গুরু অবিভক্ত বাংলার মূখ্যমন্ত্রী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। তাঁর দক্ষ নেতৃত্বের ফলে গণমানুষের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ বিকশিত হয়। তাঁরই সুযোগ্য উত্তরসূরী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্ব পাকিস্তান সরকারের অব্যাহত শোষণ দমন পীড়নের বিরুদ্ধে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেন।

বাঙালি জাতি মহান এই নেতাকে চিরদিন বিনম্র শ্রদ্ধায় স্মরণ করবে। এসময় স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় ও মহানগর উত্তর দক্ষিণের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button