সুনামগঞ্জ টেক্সটাইল কম্পানি পরিদর্শনে সচিব।
আব্দুছ ছালাম শাকিল, জেলা প্রতিনিধি-(সুনামগঞ্জ)
সুনামগঞ্জ টেক্সটাইল কম্পানি পরিদর্শনে সচিব।
আজ শনিবার সকাল ৯ ঘটিকায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব লোকমান হোসেন মিয়া মহোদয় সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম. এ মান্নান, এমপি মহোদয়ের সরাসরি পৃষ্ঠপোষকতায় নির্মানাধীন “সুনামগঞ্জ জেলা টেক্সটাইল ইন্সটিটিউট নির্মান প্রকল্প” এর কাজ পরিদর্শন করেন।
৬ একর জমির উপর ১২৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ইন্সটিটিউটটি ৪৮০ আসনবিশিষ্ট।
পরিদর্শনকালে সাথে ছিলেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুল আহাদ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মানিত যুগ্মসচিব( প্রশাসন) জনাব মোঃ অলিউল্লাহ এনডিসি, গনপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ আল আমিন এবং অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) জনাব মোঃ রাশেদ ইকবাল চৌধুরী।
পরিদর্শনকালে টেক্সটাইল ইন্সটিটিউটের নির্মানাধীন একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন এবং ছাত্রাবাস ভবনের নির্মান কাজ সরেজমিনে দেখা হয় এবং সঠিকভাবে সম্পাদনের নির্দেশনা প্রদান করা হয়।