ধামরাইয়ে করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ।
রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ
ধামরাইয়ে করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ।
ঢাকার ধামরাই উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ২০২০- ২১ অর্থ বছরে প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট ক্ষয় ক্ষতি পুষিয়ে নিতে এবং রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি পুনবাসন ও প্রনোদনা আওতায় সুতিপাড়া ইউনিয়নে করোনাভাইরাস ও বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ভালোবাসার উপহার বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫শে নভেম্বর) বিকেলে ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নে করোনাভাইরাস ও বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ভালোবাসার উপহার বিনামূল্যে সার ও বীজ বিতরন করেন ঢাকা- ২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য,ঢাকা জেলা আওয়ামী লীগ ও বায়রা’র সভাপতি জননেতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ ও সুতিপাড়া ইউনিয়নের সফল চেয়ারম্যান রেজাউল করিম রাজা।
এ’সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব গোলাম কবির মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মোঃ সিরাজ উদ্দিন সিরাজ সহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সুতিপাড়া ইউনিয়নের জনগন।