প্রতিদিন খাবার বিতরণ ও প্রতি জুম্মায় প্রবাসীদের জন্য দোয়া কামনায় , দেশসেরা উদ্ভাবক মিজান।
আবদুল্লাহ আল মামুন, বিভাগীয় প্রতিনিধি-(খুলনা)
প্রতিদিন খাবার বিতরণ ও প্রতি জুম্মায়
প্রবাসীদের জন্য দোয়া কামনায় , দেশসেরা উদ্ভাবক মিজান।
যশোরের শার্শার দেশসেরা উদ্ভাবক ও সত্য ভয়েস পত্রিকার উপদেষ্টা
মো: মিজানুর রহমান মিজান “প্রতি দিন অসহায় হত দরিদ্র মানুষ সহ পশু পাখিদের মাঝে খাবার বিতরণ করেন এছাড়াও প্রতি জুম্মায় প্রবাসীদের রোগমুক্তি কামনায় এতিমদের মাঝে কুরআন শরীফ, খাদ্য,গাছের চারা ও মাস্ক বিতরণ করছেন।
দেশসেরা উদ্ভাবক
মিজানুর রহমান মিজান সাংবাদিক আবদুল্লাহ আল মামুন কে বলেন ,
আজ আমি খাবার, মাস্ক ও গাছের চারার ব্যবস্থা করেছি, বৈশ্বিক মহামারী এদেশে যতদিন থাকবে ততদিন এই সকল হত দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ করে যাবো।
মানুষের জন্যই মানুষ৷ এই সকল হত দরিদ্র মানুষ ও মাদ্রাসার এতিমদের খাবার দিতে পেরে আমার মনে শান্তি ও আনন্দ পায়
মানুষের বিপদে মানুষের কল্যানে সবসময় নিজেকে পাশে রাখতে চাই এতে সবার সহযোগীতা কামনা করি।
তিনি আরো জানান, খুব শীগ্রই একটি ফ্রি খাবার হোটেল খোলা হবে এতিম,গরীব ,অসহায়, প্রতিবন্ধী ও মানসিক বিকৃতগ্রস্থ মানুষের জন্য ।
এছাড়াও পশু পাখিরদের খাবারের ব্যবস্থা অব্যাহত থাকবে
তিনি আরো বলেন , শুধু যশোর জেলা নয় আমরা এই হেল্প ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আত্নমানবতার সেবা কার্যক্রম খুব দ্রুততার সহিত চালু করবো।
আমার সর্বদা সার্বিক সহযোগিতায় ছিলেন শার্শা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী ,হেলপ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা মোঃ মিজানুর রহমান ,ফেসবুক ফ্রেন্ড ও বাদল নার্সারীর সত্ত্বাধীকারী মোঃ বাদল হোসেন ।