নরসিংদী দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক গৃহশিক্ষক নিহত।
নরসিংদীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রাসেল মৃধা (৩০) নামে এক গৃহ শিক্ষক নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) রাতে নয়টার দিকে শহরের নাগারিয়াকান্দির ইউএমসি জুটমিল সংলগ্ন এলাকায় এ হত্যার ঘটনা ঘটেছে। নিহত রাসেল শিবপুর উপজেলার ব্রাক্ষান্দী গ্রামের মান্নান মৃধার ছেলে।
নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দত্ত চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতের ছোট ভাই তারেক মৃধা জানান, রাসেলমৃধা নরসিংদী সরাকারি কলেজ থেকে মান্টার্স সম্পন্ন করে। নরসিংদী শহরের বিভিন্ন মহল্লায় স্কুল কালেজের শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতো।
রাত নয়টার দিকে নাগারিয়াকান্দি এলাকা থেকে প্রাইভেট পড়ানো শেষে শহরের কুমিল্ল কলোনিতে ভাড়া বাসায় ফিরছিল রাসেল। এসময় রাসেল ফোনে জানায়, মামলার আসামি বেলায়েত হোসেন মৃধা ও তার ভাইয়ের তার পিছু নিয়েছে। তারপর থেকে রাসেল ফোন রিসিভ করেনি। তারপর তার মৃত্যুর খবর পেয়েছি। স্হানীয়রা তাকে উন্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যারা খবর পেয়ে পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছে, কে বা কারা কী কারণে এ হত্যার ঘটনা ঘটিয়েছে তা জানাতে পারেনি পুলিশ।
পরিবারের সদস্যরা আরও জানান, গ্রামের বাড়ি শিবপুর জমি নিয়ে বেলায়েত হোসেন মৃধা নামে এক প্রতিবেশীর সাথে ১৭ বছর ধরে রাসেল মৃধার পরিবারের বিরোধ চলছিল। এ বিষয়ে আদালতে মামলা ও চলমান। মামলার সব ব্যয়ভার নিহত রাসেল মৃধা বহন করতো। আদালত তাদের পক্ষ মামলার রায় প্রদান করার পর থেকে আসামি পক্ষ হুমকি দিয়ে আসছিল।