সৌদিআরবে গলায় ফাঁস দিয়ে হাবিবুল ইসলাম (২২) নামে এক বাংলাদেশি প্রবাসীর আত্মহত্যা।
আবদুর রহিম, সৌদীআরব প্রতিনিধিঃ
সৌদিআরবে গলায় ফাঁস দিয়ে হাবিবুল ইসলাম (২২) নামে এক বাংলাদেশি প্রবাসীর আত্মহত্যা।
সৌদি আরবের উত্তরাঞ্চল প্রদেশের আরআর শহরে
হাবিবুল ইসলাম পলাশ (২২) নামের এক প্রবাসী বাংলাদেশি আত্মহত্যা করেছেন। রবিবার (১৫ নভেম্বর) রাতে আরআর শহরের হাইআল মাতার নামক এলাকায় নিজ কর্মস্থল লন্ড্রি দোকানের ভিতর বাংলাদেশে একটি মেয়ের সাথে ইমু ভিডিও কলে থেকে হাবিবুল ইসলাম পলাশ আত্মহত্যা করে।
নিউজ জাতীয় বাংলাদেশ পত্রিকার সৌদীআরব প্রতিনিধি
আবদুর রহিম সরজমিনে গিয়ে জানতে পারে, ওই এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা জুলন্ত অবস্থায় হাবিবুল ইসলাম পলাশের লাশ দেখতে পায়।
পরে স্থানীয় পুলিশকে খবর দিলে পুলিশ এসে আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য লাশ স্থানীয় একটি হাসপাতালে পাঠায়। তার মরদেহ বর্তমানে হাসপালের হিমাঘরে রাখা হয়েছে।
নিহতের মামাতো ভাই মুহাম্মদ রিপন মিয়া জানান,নিহত হাবিবুল ইসলাম পলাশ গত ৪/৫ বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবের উত্তরাঞ্চল প্রদেশের আরআর শহরে পাড়ি জমান। কিছুদিন ধরে মেয়ে সংক্রান্ত ব্যাপারে মানসিকচাপে ভুগছিলেন। মানসিকচাপ সহ্য করতে না পেরে ইমু ভিডিও কলে থাকা অবস্থায় সে আত্মহত্যার করে।
নিহত হাবিবুল ইসলাম পলাশের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার হাজিরপাড়া গ্রামের মুহাম্মদ শাহিনের ছেলে।
নিহত হাবিবুল ইসলাম পলাশের বাবা মুহাম্মদ শাহিন
তার একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা সে মানোনীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি কামনা করছে,
তার ছেলের লাশ যেন যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে পাঠায়।