আন্তর্জাতিক

আমেরিকার ভোট শেষ হবে ১৪ই নভেম্বর।

মাইন উদ্দিন আহমেদ, আমেরিকা থেকেঃ

আমেরিকার ভোট শেষ হবে ১৪ই নভেম্বর।

টানটান উত্তেজনা বিশ্বব্যাপি এই ভেবে যে, কর্তৃপক্ষ আমেরিকার নির্বাচনের ফলাফল ঘোষনা করছেনা কেনো! এটা কি কোন তালবাহানা? আসলে এটা একটা ভুল বুঝাবুঝি। নির্বাচনের জটিল প্রক্রিয়াটি আমাদের জানা না থাকার কারনেই এটা হচ্ছে।

বস্তুতঃ মিডিয়া যখন দেখলো যে, গননা শেষ হয়নি এমন ভোটগুলো একত্র করলেও ট্রাম্প সাহেবের কোন গতি হয়না তখন তাঁরা বললেন, বাইডেন সাহেব “প্রেসিডেন্ট ইলেক্ট”।

কিন্তু নির্বাচন কর্তৃপক্ষকে সব ভোট গুনতে হবে। প্রত্যেক স্টেট-এর শীর্ষ নির্বাচন কর্মকর্তা লিখিতভাবে ফলাফল ঘোষনা করবেন।

তাঁদের লিখিত ফলাফল অনুযায়ী যাঁরা ইলেক্টোরাল ভোটের জন্য (ইলেক্টর হিসেবে) পাশ করবেন ওনারা এমাসের চৌদ্দ তারিখে সরাসরি ভোট দেবেন ট্রাম্প অথবা বাইডেন সাহেবকে।

তখন সেই ভোট গননা করে প্রেসিডেন্টের নাম ঘোষনা করা হবে। আবেগ নয়, গনতে হবে ইলেক্টোরাল ভোট। বুঝতে সহজ করার জন্য সাথের ছবিটি দেয়া হলো। জেনে নিন, কে আমেরিকার আগামী প্রেসিডেন্ট তা রাষ্ট্রীয়ভাবে জানা যাবে এমাসের চৌদ্দ তারিখে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button