পাকিস্তানের আইএসআই-এর নতুন মহাপরিচালক আহমেদ আনজুম
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) মহাপরিচালক পদে পরিবর্তন এসেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, সে দেশের সরকার লেফটেন্যান্ট জেনারেল নাদিম আহমেদ আনজুমকে আইএসআই প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে।
এর আগে আইএসআই প্রধানের পদে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ফাইজ হামিদ। গতকাল বুধবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনেও এ তথ্য জানানো হয়েছে।
ডন নিউজের ওই প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সেনাপ্রধানের পরামর্শ মেনেই আইএসআইয়ের প্রধান পদে পরিবর্তন এসেছে। আর নাদিম আহমেদ আনজুমকে নিয়োগ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
জানা গেছে, আইএসআই-এর বিদায়ী প্রধান ফাইজ হামিদকে সে দেশের সেনাবাহিনীর পেশওয়ার কোরের কমান্ডার পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে ফাইজ হামিদকে ২০১৯ সালের ১৬ জুন আইএসআই প্রধানের পদে নিয়োগ দেওয়া হয়েছিল। তার আগে তিনি গোয়েন্দা আইএসআই-এর অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান ছিলেন।
জানা গেছে, বর্তমান আইএসআই প্রধান নাদিম আহমেদ আনজুম এর আগে করাচি কোরের কমান্ডার ছিলেন।