জেলার খবর

কপিলমুনিতে ইমাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

এ কে আজাদ, পাইকগাছা উপজেলে প্রতিনিধি-(খুলনা)

কপিলমুনিতে ইমাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

মহানবী হযরত মোহাম্মদ (সঃ) সম্পর্কে বিরূপ মন্তব্য করায় ফ্রান্সের প্রেসিডেন্ট জন ম্যাক্রোর বিরুদ্ধে সারা দেশের ন্যায় খুলনার কপিলমুনিতে বিক্ষোভ মিছিল করেছে হাজার হাজার জনতা। সোমবার বাদ আছর ইমাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এতে কপিলমুনি, হরিঢালী, লতা ইউনিয়নের প্রায় শতাধিক মসজিদের ইমাম মোয়াজ্জিনসহ হাজার হাজার মানুষ পৃথক পৃথকভাবে মিছিল নিয়ে কপিলমুনি শহরের প্রধান প্রধান সড়কে স্লোগান প্রদর্শন করেন।

স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় কপিলমুনির গোটা এলাকা। এ সময় ফ্রান্সের প্রেসিডেন্ট জন ম্যাক্রোর কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষুব্ধ জনতা। ফ্রান্সের প্রেসিডেন্ট জন ম্যাক্রোর ধৃষ্টতা নিয়ে তাকে মুসলমানদের নিকট নিজের ভুলের জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার হুশিয়ারি দেন বক্তারা।

মিছিল শেষে কপিলমুনি বাজারের চৌরাস্তা মোড়ে পথসভায় ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওঃ আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও মাওঃ আবুল কাশেমের পরিচালনায় বক্তব্য রাখেন, কপিলমুনি জাফর আওলিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মুফতি মাওঃ বোরহান উদ্দিন, পুলিশ ফাঁড়ি জামে মসজিদের খতিব মাওঃ আমিনুর রহমান সিরাজী, মাওঃ আবুল হোসেন, আলহাজ্ব মাওঃ কামাল হোসেন, সাংবাদিক পারভেজ মোহাম্মদ, কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, এইচ এম শফিউল ইসলাম, ইউপি সদস্য ইউনুস আলী মোড়ল, মোঃ হাসানুজ্জামান, মাওঃ আজহারুল ইসলাম, মাওঃ ফারুক হোসাইন ও মাওঃ আশরাফ হোসাইন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button