ঘুর্নিঝড় আম্ফানের প্রভাবে সংশ্লিষ্ট ভাঙন এলাকা পরিদর্শন, সংসদ সদস্য-বাবুসহ সংশ্লিষ্টরা।
এ কে আজাদ, খুলনার পাইকগাছা থেকে-
ঘুর্নিঝড় আম্ফানের প্রভাবে সংশ্লিষ্ট ভাঙন এলাকা পরিদর্শন; দুর্যোগ মুহুর্তে
জনগনের পাশে সংসদ সদস্য-বাবুসহ সংশ্লিষ্টরা
ঘুর্নিঝড় আম্ফানের প্রভাবে ১০ নং মহা বিপদ সংকেত চলাকালে বুধবার নদ- নদীতে অ-স্বাভাবিক ভাবে পানি বৃদ্ধি পেয়েছে। স্থানীয় প্রশাসন, ইউপি চেয়ারম্যানরা জনগনকে নিরাপদ দুরত্বে সাইক্লোন সেল্টার, মজবুত ভবন সহ স্কুল-কলেজে অবস্থান নেওয়ার জন্য মাইকিং করেছেন। প্রবল বেগে ধেয়ে আসা মহা দুর্যোগ মুহুর্তে খুলনা-৬ ( পাইকগাছা-কয়রার) এমপি-আকতারুজ্জামান বাবু বুধবার সকালে সংশ্লিষ্টদের নিয়ে নির্বাচনী এলাকা কয়রার বেদকাশি ইউপির আংটিহারা পানিউন্নয়ন বোর্ডের ঝুঁকিপূর্ণ (ওয়াপদা) ভেঁড়িবাধ পরিদর্শন করেছেন। এ সময় কয়রা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মহসীন রেজা ও পানিউন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে তিনি নির্বাচনী এলাকার জনগনের জান-মালের নিরাপত্তা ও ঘুর্নিঝড় পরবর্তী ক্ষয়-ক্ষতি নিরুপনের জন্য সংশ্লিষ্টদের প্রতি প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এদিকে বুধবার দুপুরের প্রবল জোয়ারে তোড়ে পাইকগাছার সোলাদানা ইউপির বয়ারঝাপায় ঝুকিপূর্ন বেঁড়িবাধ ভাঙন দেখা দিলে ইউপি চেয়ারম্যন এসএম এনামুল হক স্থানীয়দের সহয়তায় বাঁধ মেরামত করেন। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না সহ পাউবো কর্মকর্তারা ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন। গড়ইখালী ইউপির প্যানেল চেয়ারম্যান আঃ ছালাম কেরু বলেন, শিবসা নদীর ক্ষুতখালীতে পাউবোর বেঁড়ি বাধে বালির বস্তা দিয়ে ক্ষতিগ্রস্থ স্থান মেরামত করা হয়েছে। অন্যদিকে দুর্যোগকালে সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ আরাফাতুল আলম, ওসি মোঃ এজাজ শফী, পিআইও-ইমরুল কায়েস সহ ইউপি চেয়ারম্যানগন বৃষ্টির মধ্যে মহা বিপদের সময়ে মানুষের পাশে থেকে করনীয় বিষয়ে পরামর্শ দিচ্ছেন।