বিশিষ্ট সমাজসেবক ও শ্রমিক নেতা মোকতার সিকদারের পিতা আর নেই।
এনামুল হক রাশেদী, বাঁশখালী উপজেলা প্রতিনিধি-(চট্টগ্রাম)
বিশিষ্ট সমাজসেবক ও শ্রমিক নেতা মোকতার সিকদারের পিতা আর নেই।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিন জেলা নেতা ও বাঁশখালী জেনারেল হাসপাতাল এর সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাপিয়া বেগমের স্বামী, বিশিষ্ট সমাজসেবক, লেখক ও শ্রমিক নেতা মাওলানা মোক্তার হোসাইন সিকদারের শ্রদ্ধেয় পিতা মুহাম্মদ আবুল হাসেম ইন্তেকাল করেছেন।
১৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা দরাপ আলী সিকদার বাড়ীর নিজ বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহিল ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৬ বছর। উল্লেখ্য, তিনি দির্ঘদিন থেকে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন শয্যশায়ী ছিলেন।
মৃত্যুকালে তিনি ১ কন্যা, ২ পুত্র ও নাতি-নাত্নীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা ১৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় দরাফ আলী সিকদার জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় সাবেক বাঁশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদরুল হক, গন্ডামারা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আরিফ উল্লাহ সহ জেলা ও উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মরহুম আবুল হাসেমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ব্যক্তিজিবনে মরহুম আবুল হাসেম খুবই সহজ-সরল ও অমায়ীক ছিলেন।
বাঁশখালী জেনারেল হাসপাতাল এর সিনিয়র ভাইস চেয়ারম্যান এর পিতার মৃত্যুতে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাঁশখালী জেনারেল হাসপাতালের চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ বদরুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাফিয়া মোক্তার, গন্ডামারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফ উল্লাহ, এডভোকেট আবু নাছেরসহ বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক নেতারা গভীর শোক প্রকাশ করেন।