পাইকগাছায় ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় প্রস্তুত দ্বীপ বেষ্টিত সোলাদানা ইউনিয়ন।
এ কে আজাদ, খুলনার পাইকগাছা প্রতিনিধি-ঃ
পাইকগাছায় ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় প্রস্তুত দ্বীপ বেষ্টিত সোলাদানা ইউনিয়ন।
বঙ্গোপসাগরের সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় আম্পানের প্রভাব মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে দ্বীপ বেষ্টিত সোলাদানা ইউনিয়ন। ইতিমধ্যে চেয়ারম্যান এনামুল হক দুর্যোগ প্রস্তুতি কমিটিকে নিয়ে জরুরি সভা করেছেন। করোনা ভাইরাসে সামাজিক দুরত্ব বজায় রেখে সংক্রমণ ঝুঁকি এড়াতে সাইক্লোন সেল্টার গুলোতে যারা দ্বায়ীত্বে থাকবেন তাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন তিনি।
চেয়ারম্যান এনামুল হক বলেন, অমার ইউনিয়নটি চারপার্শে নদী বেষ্টিত্ব দ্বীপ ভুখন্ড। এ ইউনিয়ানে প্রায় ৪০ হাজার লোক বাস করেন। এ সমস্থ লোকের নিরপত্তার জন্য মাত্র ১০/১২টি সাক্লোন শেল্টার রয়েছে যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। ইউনিয়নে ৩/৪ টি ওয়ার্ডে কোন সাইক্লোন সেল্টার নেই। অমি উর্দ্ধতন কতৃপক্ষের নির্দেশে শিক্ষাপ্রতিষ্ঠান গুলো খুলে রাখার নির্দেশ দিয়েছি যাতেকরে সেখানে লোকজন আশ্রয় নিয়ে থাকতে পারে। সাইক্লোন সেল্টার / স্কুল গুলোতে তদারকি কমিটি করে রাখা হয়েছে। এছাড়া পর্যাপ্ত বিশুদ্ধ পানি, শুকনা খাবার ব্যবস্থা করবেন তিনি। এ ছাড়াও মৎস্য চাষিদের নিজ নিজ চিংড়ী ঘের সংরক্ষনের জন্য জন্য বিশেষভাবে বলা হয়েছে।