পৌরসভা নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলর গণের শপথ গ্রহণ অনুষ্ঠান
সাহাদাৎ হোসেন শাহিন, জেলা প্রতিনিধি-(নারায়ণগঞ্জ)
পৌরসভা নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলর গণের শপথ গ্রহণ অনুষ্ঠান
গতকাল সকাল ১০টায় শপথ বাক্য পাঠ কার্যক্রম শুরু হয়। এই সময় অনুষ্ঠান পরিচালনায় ড. আমিনুল ইসলাম। পৌরসভা নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের একে একে সবার অংশগ্রহণ।
শপথ বাক্য পাঠ করেনঃ ডাক্তার খলিলুর রহমান এবং সবার মাঝে প্রথমেই আলোচনা রাখেন আমি মজিবর্ষের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানান ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে সহিদদের আত্মতার মাহফিরাত কামনা করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বলেন মাননীয় সরকার আমাদের প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সারা বিশ্বের কাছে বাংলাদেশ সোনার বাংলা হিসেবে পরিচিত পাচ্ছে, আগামী ১০ বছরে এই হবে একটি উন্নত গণতান্ত্রিক রাষ্ট্র, যা সিঙ্গাপুর ও মালেশিয়াসহ বেশ কয়েকটি দেশ পিছনে ফেলে দিবে যার জন্য দেশ বিদেশে নানাভাবে ষড়যন্ত্র চলছে এই দেশের কিছু মিরজাফর রাজাকারেরা আমাদের অহংকার দেশ রত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে নিয়ে নানা রকম চক্রান্ত ও ষড়যন্ত্র করছে।
এই সব অশুভ শক্তি কে পাত্তা না কাজে সৃষ্টিকর্তার অশেষ রহমততে এই দেশের উন্নয়নের জন্য দেশের মানুষের জন্য সঠিকভাবে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা। ধন্যবাদ জানাই বঙ্গবন্ধুর কন্যা কে।
বিভাগীয় কমিশনার তিনি মেয়র ও কাউন্সিলরদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আপনারা শপথ নিয়েছেন ওয়াদা দিয়েছেন দেশের জন্য দেশের জনগণের জন্য কাজ করবেন সরলতা ও সততার সাথে, একটি কথা আপনাদের সবসময় মনে রাখতে হবে। শপথ ভঙ্গকারিরা কখনো জান্নাতে যেতে পারবে না তাদের জন্য জান্নাত হারাম। তিনি আরো বলেন, আপনারা সরকারি টেক্স গুলোর প্রতি গুরুত্বসহ কারে কাজ করবেন নয়তো আপনারা সফলতা অর্জন করতে পিছিয়ে পড়বেন।
আপনারা প্রত্যেকের নিজ নিজ এলাকার রাস্তা ঘাটসহ কালভার্ট ড্রেন নির্মাণ কাজের ভূমিকা রাখবেন নজরদারি বাড়াতে হবে আপনাদের, জনগণের সেবায় আপনারা অঙ্গীকারবদ্ধ জমি দখলবাজদের বিরুদ্ধে আপনাদের নিজ উদ্যোগ কাজ করতে হবে প্রয়োজনে প্রশাসন আপনাদের সহযোগিতা করবে আপনারা অপরাধ অন্যায় থেকে বিরত থাকবেন। আপনারা যদি বাই ডে পরেন তাহলে উঠে দাঁড়াতে পারবেন না এইসব বিষয় গুলো দেখে বুঝে চলতে হবে। মহান আল্লাহ্ আপনাদের সুযোগ দিয়েছেন জাতির কল্যাণের জন্য দেশের মানুষের জন্য ভালো কিছু করতে সরকারের আদেশ উপদেশ ও নির্দেশনা অনুযায়ী কাজে করে যাবেন।
আপনারা জনগণের সেবক জনপ্রতিনিধি আপনারা জনগণের বিপদে পাশে দাঁড়াতে হবে সবার নিজ এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতার ভূমিকা রাখতে হবে। সন্ত্রাসী চাঁদবাজি অন্যের জমি দখল করে অপরাধী হয়ে বাই ডে পরবেন না তাহলে আর উঠে আসার কোনো সুযোগ নেই।
এই সময় উপস্থিত ছিলেন ঢাকা গাজীপুর শ্রীপুর থেকে নবনির্বাচিত চার চারবার বিজয়ী হওয়া পুরস্কার ভূষিত হওয়া মোঃ আনিসুর রহমান ও নরসিংদী মনোহরদী থেকে আমিনুল ইসলাম সুজন এবং রূপগঞ্জ থেকে তারা পৌর
মেয়র হাছিনা গাজীসহ কাউন্সিলরদের শপথ গ্রহণ। আরো উপস্থিত ছিলেন।
রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার সাধারণ নির্বাচনে (২০২১) বিজয়ী মেয়র, কাউন্সিলর ,সংরক্ষিত কাউন্সিলরবৃন্দ শপথ নিয়েছেন। সোমবার ( ৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্য়ালয়ে এই শপথ অনুষ্ঠিত হয়। তারাব পৌরসভার মেয়র হিসেবে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হাছিনা গাজী শপথ নিয়েছেন। তিনি দ্বিতীয় বারের মতো মেয়র হিসেবে শপথ নিয়েছেন। সংরক্ষিত কাউন্সিলর হিসেবে শপথ নিয়েছেন ১ নং (১,২,৩) ওয়ার্ডে লায়লা পারভীন, ২ নং ( ৪,৫,৬ ) ওয়ার্ডে মাহফুজা বেগম, ৩ নং ( ৭,৮,৯ ) ওয়ার্ডে জোসনা বেগম।
সাধারণ কাউন্সিলর হিসেবে শপথ নিয়েছেন ১ নং ওয়ার্ডে রফিকুল ইসলাম মনির , ২ নং ওয়ার্ডে এড. জসিম উদ্দিন ভুঁইয়া, ৩ নং ওয়ার্ডে রাসেল শিকদার, ৪ নং ওয়ার্ডে আক্তার হোসেন, ৫ নং ওয়ার্ডে হামিদুল্লাহ , ৬ নং ওয়ার্ডে মাহাবুবুর রহমান জাকারিয়া, ৭ নং ওয়ার্ডে আনোয়ার হোসেন, ৮ নং ওয়ার্ডে আমির হোসেন ভুঁইয়া, ৯ নং ওয়ার্ডে আতিকুর রহমান।
মেয়র হাছিনা গাজীসহ কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার মো: খলিলুর রহমানের শপথ শেষে নবনির্বাচিত তারাব পৌর মেয়র হাছিনা গাজী বলেন, তারাব পৌরসভার অসমাপ্ত কাজগুলো দ্রুত সমাপ্ত করা হবে।
নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাবো। কোনো অনিয়ম দুর্নীতি করতে দেওয়া হবে না আমি আমার স্বামী মন্ত্রী গোলাম দোস্তগীর গাজী বীর প্রতীকের প্রতি চিরো কৃতজ্ঞ তিনি আমাকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন। উনি একজন ভালো মনের মানুষ আমি মন্ত্রীর দীর্ঘায়ু কামনা করি
প্রসঙ্গত গত ১৬ জানুয়ারি সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ভোট হয়েছে। ভোটারা নির্ভয়ে নিশ্চিতভাবে সুন্দর পরিবেশে ভোট দিতে পেরেছেন।
মেয়র আরো বলেন। আপনারা কাউন্সিলররা কাজ করলে আমার কাছ থেকে সম্মান পাবেন আমি আপনাদের কাছে থেকে কাজ বুঝে নেবো কোনো ছাড় দেয়া হবে না আপনারা নিজ দায়িত্বে কাজ করে যাবেন কোনো সমস্যা হলে আমাকে জানাবেন আমি কাজ করে দিবো ইনশাআল্লাহ।
জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে ধন্যবাদ বাঙালী জাতির পিতার প্রতি আজীবন সম্মান করে যাবো।