মুজিব বর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া মাসব্যাপী বৃক্ষরোপণ করেন এডঃ লোকমান হোসেন।
মোঃ আল আমিন, জেলা প্রতিনিধি-(ব্রাহ্মণবাড়িয়া)
মুজিব বর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া মাসব্যাপী বৃক্ষরোপণ করেন এডঃ লোকমান হোসেন।
মুজিব বর্ষের আহ্বান ৩ টি করে গাছ লাগান এই শ্লোগানকে ধারণ করে ব্রাহ্মণবাড়িয়া সদর ১৩নং মাছিহাতা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কাঞ্চন পুর গ্রামের পাগল সংকর মন্দিরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেন।
কর্মসূচির অংশ হিসেবে সদর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য, উন্নয়নের রূপকার ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর নির্দেশে আজ বিকেলে সদর কাঞ্চনপুর পাগল সংকর মন্দির ও কাছাইট সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব এডভোকেট লোকমান হোসেন,পাগল সংকর মন্দিরের সভাপতি বাবু হিরা লাল পাল,সাধারণ সম্পাদক ডাক্তার হরিদাস, উৎসব কমিটির সাধারণ সম্পাদক রঞ্জন দাস,বাধুঘর ১২নং ওয়ার্ড কমিশনার রফিকুল ইসলাম নেহার,১নং মাছিহাতা ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন মুন্সী,মুক্তি যুদ্ধা শেখ মাহরাজ মেম্বার,এডভোকেট সুভাষ চন্দ্র দাস ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুর রহমান প্রমুখ।