ধামরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের চারা বিতরণ।
রনজিত কুমার পাল (বাবু). স্টাফ রিপোর্টার-ঃ
ধামরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের চারা বিতরণ।
ঢাকার ধামরাই উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সরকারের প্রণোদনা হিসেবে বিআর ২২ জাতের ধানের চারা বিতরন করা হয়েছে।
রবিবার (৬ই সেপ্টেম্বর – ২০২০ খ্রীস্টাব্দ) ধামরাই উপজেলা পরিষদের চত্তরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা হিসেবে বিনামূল্যে ধানের চারা বিতরন অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সামিউল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ঢাকা-২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব বেনজীর আহমদ এমপি’র কিন্তু তিনি এ’অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মোহাদ্দেছ হোসেন।
এ’সময় ধামরাই উপজেলা কৃষি অধিদপ্তরের কৃষি কর্মকর্তা মোঃ আরিফুর রহমান আরিফ, ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান খান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্হিত ছিলেন।