রিয়াদে পা-ভাঙ্গা বুরিচংএর মোবারকের পাশে কুমিল্লা প্রবাসী সোসাইটি।
মোঃ রুস্তম খাঁন, সৌদি আরব থেকে-ঃ
রিয়াদে পা-ভাঙ্গা বুরিচংএর মোবারকের পাশে কুমিল্লা প্রবাসী সোসাইটি।
বিশ্বময় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে পৃথিবীর সবকিছু এলোমেলো হয়ে গেছে। ধনী গরীব সবার মাঝে এক মৃত্যুর আতংক বিরাজমান করছে।করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের প্রথম মুহূর্ত থেকে অনেক প্রবাসী কর্ম হাড়িয়ে এক বিস্বাদময় জীবন যাপন করছে। যার ধারাবাহিকতা এখন চলমান।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমলেও ফিরে আসেনি পৃথিবীর সেই কর্মচঞ্চলতা। ফিরতে পারেনি প্রবাসীরা তার পূর্বের কর্মে।তারি মাজে গত ৭ জুলাই সৌদি আরব রিয়াদের বাথা ইশারা ফারাজদাক মদীনা রোড এরিয়ায় রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে রাস্তা পারাপারের সময় গাড়ীর ধাক্কায় পা ভেঙ্গে মানবেতর জীবন যাপন করছে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার কুরপাই নয়কান্তা গ্রামের মৃত আয়েত আলীর ছেলে মোবারক।
ইকামা -2432267231.পাসপোর্ট নাম্বার – BN 0104432. মোবাইল- 0576591227.
আশ্রয়দাতা মুক্তার হোসেন জানান, গাড়ী ধাক্কা দিয়ে ফেলে চলে যাওয়ার পর মোবারক কে ঢাকা মেডিকেল সেন্টার- এ নিয়ে যাওয়া হয়।ডাক্তার চেক-আপ করে জানায়,ডান পায়ের গোড়ালি লড়ে গেছে এবং চিকন হাড়টি ভেঙ্গে আলাদা হয়ে গেছে। জরুরী ভাবে অপরেশন করতে হবে। অনেক রিয়ালের প্রয়োজন। আমি তাকে আশ্রয় দিয়েছি। তাতেই হিমসিম খাচ্ছি। চিকিৎসা করাবো কি ভাবে।
এই দিকে মোবারক জানান, নেই কর্ম,নেই দেশে যাওয়ার কোন পথ। এক দিশেহারা অবস্থা আমার। বন্ধু- বান্ধব, আত্মীয়- স্বজন থেকে কর্ব্জ করে কোন রকমে বেঁচে আছি। চিকিৎসা করা তো দূরের কথা । এখন দেশে গিয়ে চিকিৎসা করার জন্য বাধ্য হয়ে সোসাইটির কাছে সাহায্য চেয়েছি।
মোবারকের মানবিক আবেদন বিবেচনা করে, কুমিল্লা প্রবাসী সোসাইটির সভাপতি আলহাজ্ব নূরুল ইসলাম নূরু’র দিকনির্দেশনায় কুমিল্লা প্রবাসী সোসাইটি কল্যাণ ফান্ড নগদ অনুদান প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করে।
কুমিল্লা প্রবাসী সোসাইটি কল্যাণ ফান্ডের প্রধান নূরে আলমের নেতৃত্বে অনুদান প্রদান কালে উপস্থিত ছিলেন, কুমিল্লা প্রবাসী সোসাইটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক পাপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক – এইচ,এম আলমগীর,তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক সাংবাদিক মোঃ রুস্তম খাঁন,আপ্যায়ন বিষয়ক সম্পাদক এনামুল হক ভূইয়া, মুক্তার হোসেন সহ আরো অনেকে।
কুমিল্লা প্রবাসী সোসাইটি কল্যাণ ফান্ডের প্রধান নূরে আলম বলেন,আমরা মোবারক সহ কুমিল্লা জেলার অসহায় অসুস্থ প্রবাসীদের পাশে সোসাইটির সাধ্য অনুযায়ি নগদ অনুদান নিয়ে দাঁড়াচ্ছি মাত্র।আসলে তাদের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন।
আশা করি, সমাজের বিত্তবান সহ রিয়াদ দূতাবাস এগিয়ে আসবে।
পরিশেষে মোবারক জানান, আমার ইকামার মেয়াদ দুই বৎসর পূর্বে শেষ হয়েছে। কফিলের কম্পিউটার লাল সিগনাল। এই মূহুর্তে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা ছাড়া দেশে যাওয়া সম্ভব নয়। তাই আমি মান্যবর রাষ্ট্রদূত স্যার সহ সংশ্লিষ্ট সকলের সদয় দৃষ্টি কামনা করছি।