নোয়াখালীতে “মিথ্যা মামলার বিরুদ্ধে আইনি প্রতিকার” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।
মোঃ ফখর উদ্দিন,নোয়াখালী প্রতিনিধি-ঃ
নোয়াখালীতে “মিথ্যা মামলার বিরুদ্ধে আইনি প্রতিকার” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।
নোয়াখালী জেলা পুলিশ এর আয়োজনে অদ্য আজ সকাল ১১ ঘটিকায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার), পিএইচডি, পরিচালক (গবেষণা ও প্রকাশনা) পুলিশ স্টাফ কলেজ, ঢাকা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আলমগীর মোহাম্মদ ফারুকী।
মিথ্যা মামলার ক্ষেত্রে পুলিশ, আইনজীবি, বিচারকগণের করণীয় সংক্রান্তে বিদ্যমান আইনের কাঠামোর আলোকে বিভিন্ন মত উপস্থাপিত হয়।
আলোচকদের উপস্থাপিত মতামত ও সুপারিশ এ সংক্রান্তে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পরিচালিত গবেষণায় উপজীব্য ও উপাদান হিসেবে ব্যবহৃত হবে যা ভবিষ্যতে মানুষের ভোগান্তি নিরসনে বিদ্যমান আইনের সংস্কার ও প্রয়োগে ইতিবাচক ভূমিকা রাখবে। আলোচনায় আরও অংশ নেন বিজ্ঞ পিপি, আইনজীবি, জনপ্রতিনিধি, সাংবাদিক, মিথ্যা মামলার ভুক্তভোগী ও পুলিশ কর্মকর্তাবৃন্দ।