বাবার অসুস্থতার কারণে সংসারের চাপে নবম শ্রেণীর ছাত্র আলিমুল ইজিবাইক ড্রাইভার।
আবদুল্লাহ আল মামুন, জেলা প্রতিনিধি-(যশোর)
বাবার অসুস্থতার কারণে সংসারের চাপে নবম শ্রেণীর ছাত্র আলিমুল ইজিবাইক ড্রাইভার।
যশোর জেলার মনিরামপুর উপজেলার খাটুয়াডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাএ আলিমুনের লেখাপড়া বন্ধ সংসার ও কিস্তির চাপে।
আলিমুন খাটুয়াডাঙ্গা গ্রামের রাকিব হাসানের ছেলে।
আলিমুলের বাবা ইজিবাইক চালক হঠাৎ তার বাবার প্যারালাইসিসে ডানপাশ পড়ে যাই।তারপর থেকে বাবার বড় ছেলে হিসাবে সংসারের হাল ধরেন নবম শ্রেণীর ছাত্র আলিমুন।
প্রতিমাসে কিস্তি দশহাজার ও সংসারের যাবতীয় খরচ বহন করতে হচ্ছে আলিমুল কে। আলিমুন সকাল থেকে রাত পর্যন্ত ইজিবাই চালিয়ে কঠোর পরিশ্রম করে সবকিছু যোগাড় করতে হচ্ছে।
তার চেহারার দিকে তাকালে যেকোন মানুষের কান্না চলে আসে সুন্দর চেহারাটা যেন এখন শুকনা মরুভুমির মত হয়ে গেছে। আলিমুনকে পড়ালেখার ব্যাপারে জিঞ্জাসা করলে সে জানায়।
পড়ালেখা করলে আমাদের সংসার কে চালাবে কে দিবে আমাদের কিস্তির টাকা। সে আরো বলে আমার ইচ্ছা ছিলো পড়ালেখা করে একদিন চাকরি বাকরি করবো, অনেক বড় হবো,বাবার দুঃখ কষ্ট দুর করবো সেটা আর হলোনা।
সর্বশেষ আলিমুন বলে কিছু করার নাই বিধাতার লিখন মেনে নিতেই হবে। এখন তার মহান আল্লাহর কাছে তার জিবনের চাওয়া পাওয়া দুনিয়ার কোন মানুষের মুখাপেক্ষী হতে রাজি নন।