গফরগাঁওয়ে ভাষা সৈনিক আব্দুল বাতেনের দ্বিতীয় মৃতবার্ষিকী।
মোঃ আজাহার সরকার, জেলা প্রতিনিধি-(গাজীপুর)
গফরগাঁওয়ে ভাষা সৈনিক আব্দুল বাতেনের দ্বিতীয় মৃতবার্ষিকী।
ময়মনসিংহের গফরগাঁওয়ের ভাষা সৈনিক আব্দুল বাতেন (৯২) এর আজ ৭ই আগষ্ট দ্বিতীয় মৃত বার্ষিকী।
গফরগাঁওয়ের অকুতোভয় ভাষা সৈনিক আব্দুল বাতেন রাষ্ট্রীয় সম্মান কিংবা বৈষয়িক কোন সুবিধা পেতে নয়,ভাষা ও দেশকে ভালোবেসে জীবন বাজি রেখেছিলেন তিনি। আগুন ঝরা ফেব্রুয়ারিতে সারাদেশে যখন মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে প্রকম্পিত “রাষ্ট্র ভাষা বাংলা চাই” ছাত্র জনতার প্রদীপ্ত এই শ্লোগান যখন ঢাকার রাজপথ ছাপিয়ে আছড়ে পড়েছে গ্রাম জনপদে,তখনই ফুঁসে ওঠে গফরগাঁও। গফরগাঁও উপজেলায় মূলত ছাত্ররাই ৫২ এর ভাষা আন্দোলনের নেতৃত্ব দেন। বিশেষ করে গফরগাঁও কলেজের ছাত্রদের মধ্যে ভাষা সৈনিক আব্দুল বাতেন অগ্রসেনানীর ভূমিকা পালন করেছিলেন।
৫২ এর ভাষা আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে তিনি গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাভোগ করেন।
ভাষাসৈনিক আবদুল বাতেন গত বছর এই দিনে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহ—-রাজিউন) মৃত কালে তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ভাষা সৈনিক আব্দুল বাতেন এর মেজো ছেলে প্রবাসী মোঃ জুয়েল বলেন,আমরা গর্বিত ভাষা সৈনিক পিতার সন্তান,বাবার দ্বিতীয় মৃত বার্ষিকীতে দেশ বিদেশের সকল মানুষের কাছে দোয়া চাই।