পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকীর সাথে বাংলাদেশ কমিউনিটির যাবতীয় সাম্প্রতিক সমস্যা নিয়ে পর্তুগাল আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ লিসবনস্থ দূতাবাসে জরুরি বৈঠক করেছেন।
এ বৈঠকের বিষয়ে কয়েক দিন আগে দূতাবাস থেকেও এক বিবৃতি দিয়ে প্রচার করা হয়েছিল। পর্তুগাল আওয়ামী লীগের ২৫ সদস্যর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি জহিরুল আলম জসিম। তিনি বাংলাদেশ কমিউনিটির পক্ষে যাবতীয় দাবি- দাওয়া তুলে ধরেন।
রাষ্ট্রদূত কমিউনিটির দাবিগুলো খুবই মনোযোগসহ শোনেন এবং দুঃখ প্রকাশ করে বলেন, আমাদের এখানে লোকবলের সংকট এবং কোভিড-১৯ এর কারণে কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। শিগগির বাংলাদেশ দূতাবাস এ ধরনের সমস্যা কাটিয়ে উঠতে পারবেন বলে পর্তুগাল আওয়ামী লীগকে তিনি আশ্বস্ত করেছেন।
সভায় উপস্থিত ছিলেন- পর্তুগাল আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান মোল্লা, সহ-সভাপতি মিজানুর রহমান মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, ইমরান হোসেন ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, জামাল ফকির, ইমদাদ হোসেন বাবু, তারেক আহমেদ, প্রচার সম্পাদক রেজাউল বাসিত, দপ্তর সম্পাদক জাকির হোসাইন, জনশক্তি বিষয়ক সম্পাদক শাহিদুজ্জামান বাদল, ক্রীড়া বিষয়ক সম্পাদক বেলাল হোসেন এবং আইন বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন জুয়েল।
আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান, বশির উদ্দিন, জামাল উদ্দিন, তানভীর আলম জনি, উজ্জ্বল, টিটু এবং মনির হোসেন।