কাতারে আরেক বাংলাদেশির মৃত্যু।
কাতারে প্রাণঘাতী করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ঠেকাতে ৩০ মে পর্যন্ত ফার্মেসি, সুপারমার্কেট, রেস্তোরাঁ ছাড়া সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে কাতার সরকার। এদিকে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় মাস শেষে বেতন পাওয়া নিয়ে চিন্তিত প্রবাসীরা।
বুধবার (২০ মে) নতুন করে আরও ১৪৯১ জনসহ দেশটিতে মোট ৩৭ হাজার ১১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কাতারে এখন পর্যন্ত ১ লাখ ৭০ হাজার ৪৩৭ জন মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যেই ৬ হাজার ৬০০ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ আরেক এক বাংলাদেশির মৃত্যু হয়েছে, মৃত ব্যক্তির বাড়ি বাংলাদেশের সিলেট বলে জানা গেছে। কাতারে এ পর্যন্ত ৫ বাংলাদেশিসহ মারা গেছেন ১৬ জন।