জেদ্দায় ব্রেন স্ট্রোকে মারা গেলেন সাতকানিয়ার আরেক রেমিটেন্স যোদ্ধা মেজবাহ উদ্দিন স্বপন।
আনোয়ার হোসেন বাবুল
জেদ্দায় ব্রেন স্ট্রোকে মারা গেলেন সাতকানিয়ার আরেক রেমিটেন্স যোদ্ধা মেজবাহ উদ্দিন স্বপন।
গতকাল (০২.০৬.২০২০) জেদ্দার স্থানীয় সময় রাত ২ টা ৩০ মিনিটের সময় ব্রেন স্ট্রোক করে নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজেউন।
তিনি জেদ্দা সারা তামানিন এ ব্যবসা করে আসছিলেন।তিনি কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় অবস্হিত কে পি এম হাইস্কুলের ৮৯ ব্যাচের ছাএ ছিলেন তার শৈশব ও কৈশর চন্দ্রঘোনায় কেটে ছিল। প্রায় গত ৩০ বছর তিনি প্রবাসে থেকে দেশের উন্নয়নে ভুমিকা রাখেন, তাহার মৃত্যুতে প্রবাসী কমিউনিটি, চন্দ্রঘোনা পরিবার, কে পি এম স্টুডেন্ট ফোরাম,প্রবাসী ফোরাম, চন্দ্রঘোনা ফোরাম, অনলাইন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা সহ দেশ বিদেশের অনেক সংগঠন শোক প্রকাশ করেন। অত্যন্ত শান্তশিষ্ট বন্ধুবৎসল ও অমায়িক স্বভাবের ব্যবসায়ী খুব মিশুক প্রকৃতির ছিলেন বলে জানান তার পাশ্ববর্তী বন্ধু মহল জানান।
এদিকে বর্তমান পরিস্থিতির কারনে ব্যবসায়ী স্বপনের লাশ সৌদি আরবেই দাফন করা হবে বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে।