জেলার খবর

পাইকগাছা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত; জুয়া সারঞ্জাম সহ আটক-২০

এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)

পাইকগাছা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত; জুয়া সারঞ্জাম সহ আটক-২০

পাইকগাছা থানা পুলিশের মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযানে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার রাতে ওসি এজাজ শফীর নির্দেশে এস আই তাকবীর হোসাইন এ এসআই জিল্লুর রহমান, কামারুজ্জামান,মোল্যা নাজির ও সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে জিরো পয়েন্ট এলাকায় টহলে ছিলেন। গোপন সংবাদ পেয়ে উপজেলার গদাই পুরের বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় জুয়া খেলার সারঞ্জাম সহ ২০ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তাদেরকে জুয়া আইনে আদালতে পাঠানো হয়েছে।আটক কৃত হলো পুরাই কাটি গ্রামের মৃত ফজর মোড়লের ছেলে শাহীন মোড়ল (২৮), গোপালপুর গ্রামের আরশাদব শিকারীর ছেলে রনি শিকারী (২৫), গনি গাজীর ছেলে মহিদুজজামান মধু (৩২), নুরুল ইসলাম গাজীর ছেলে ইমরান গাজী(২৩), আরশাদ শিকারীর ছেলে হানিফ শিকারী (২৩), মজিদ গাজীর ছেলে আবু মুছা গাজী(২৩), সরলের কালাম সরদারের ছেলে টিটু গাজী (২৮), বান্দিকাটি গ্রামের ইসলাম গাজীর ছেলে শাহিনুর রহমান গাজী (৩২), ঘোষালের মৃত ইমান গাজীর ছেলে গফফার গাজী (৪৫), গোপালপুর গ্রামের লালু মোড়লের ছেলে মিজানুর রহমান মোড়ল (৩০), আমিরুল মোড়লের ছেলে বাবুল মোড়ল (২৫), ঘোষালের আজিজ গাজীর ছেলে তানজীম হোসেন(২৭), চেঁচুয়া গ্রামের নেছার মোড়লের ছেলে ফসিয়ার রহমান মোড়ল (৪০), ছায়েদ গাজীর ছেলে ফারুখ হোসেন (২৮), লস্করের আফিল সানার ছেলে রাসেল সানা (২০), বান্দিকাটির রজবের ছেলে জামাল (৪০), গোলাম গাজীর ছেলে বাচ্চু (৪৬), মটবাটীর নওয়াব আলী গাজীর ছেলে হাসান গাজী (৩৫) রইজ মোল্যার ছেলে বিল্লাল (৩০) ও গদাইপুরের সাহেব আলী সরদারের ছেলে সুমন সরদার (২২)। ধৃতদের পুলিশ হেফাজাতে জুয়া আইনে আদালতে পাঠানো হয়েছে বলে ওসি এজাজ শফী নিশ্চিৎ করেন। যার মামলা নং ৪০।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button