বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ১ ডাকাত আটক।
এনামুল হক রাশেদী, বাঁশখালী উপজেলা প্রতিনিধি-(চট্টগ্রাম)
বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ১ ডাকাত আটক।
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় বাঁশখালী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১ ডাকাতকে আটক করেছে।
১৫ নভেম্বর’২০ ইং রবিবার রাত সাড়ে ৮ টার সময় বাঁশখালী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদারের বিশেষ নির্দেশক্রমে এএসআই (নিঃ)/আব্দুল খালেকের নেতৃত্বে চৌকষ একদল পুলিশ নির্ভরযোগ্য সুত্রে সংবাদ পেয়ে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজারে অভিযান চালিয়ে মোহা: হোছাইন প্রকাশ, বক্কাইয়্যা নামে এক ডাকাতকে আটক করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ডাকাত হোছাইন পুঁইছড়ি ইউনিয়নের মধ্যম পুঁইছড়ি গ্রামের ১ নং ওয়ার্ডের মৃত আব্দুল মাবুদের ছেলে। তার বিরোদ্ধে জিআর-২৭০/০৯, ১৩০/১৩, ১২৮/১৪, ২৯/১৪ এবং বাঁশখালী থানার ৩৪১/৩২৩/৩৭৯/৩০৭/৩৪ ধারার মামলা নং-১৫(১০)০৯,১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/৩৪ ধারার মামলা নং-২১(০৫)১০, বাঁশখালী থানার মামলা নং-০৭(০১)১৪ সহ অসংখ্য মামলা রয়েছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রেজাউল করিম মজুমদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বাঁশখালীতে ডাকাতি, খুন, ধর্ষন সহ বিভিন্ন সামাজিক অপরাধের সাথে জড়িত কোন আসামীকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবেনা।
আজকে গ্রেফতারকৃত আসামী হোছাইন প্রকাশ বক্কাইয়্যাকে যথারীতি আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি মজুমদার আরো বলেন, ১২ নভেম্বর’২০ ইং বাঁশখালীতে মাননীয় স্বরাস্ট্রমন্ত্রী মহোদয়ের হাতে আত্মসমর্পনের মাধ্যমে পুনর্বাসনের নিশ্চয়তা সহ বাঁশখালীর সকল ডাকাতী মামলার আসামীদেরকে স্বাভাবিক জিবনে ফিরে আসার বড় ধরনের একটি সুযোগ দেওয়া হয়েছিল, এ সুযোগ পেয়েও যারা কাজে লাগাতে পারেনি, তাদের পরিনাম শুভ হবেনা।
বাঁশখালী থানা প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরন করে সকল প্রকার আসামী গ্রেফতারে সর্বদা আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে সচেস্ট থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ওসি রেজাউল করিম মজুমদার।