পাইকগাছায় চা খাওয়ার টাকা চাওয়ায় দোকানদারকে মারপিট; আসবাব পত্র ভাংচুর।
এ কে আজাদ,পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)
পাইকগাছায় চা খাওয়ার টাকা চাওয়ায় দোকানদারকে মারপিট; আসবাব পত্র ভাংচুর।
খুলনার পাইকগাছায় চা খাওয়ার টাকা চাওয়াকে কেন্দ্র করে চা বিক্রেতাকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার ভিলেজ পাইকগাছার চৌকিদার মোড় নামক স্থানে। এ নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উপজেলার লস্কর-পাইকগাছা ইসলামিয়া দাখিল মাদরাসার পাশে মজিদ গাজীর চায়ের দোকানে স্থানীয় মোজাম্মেল মোড়ল চা পান করে ১৪৬ টাকা বাকী করে। দোকানদারকে ১১০ টাকা পরিশোধ করলেও বাকী ৩৬ টাকা চাওয়ার অপরাধে শনিবার সন্ধ্যায় তার ছেলে আনারুল মোড়ল, ভাইপো ইকরামুল, জিয়া সহ কয়েকজনকে নিয়ে অতর্কিতভাবে চায়ের দোকানদার আব্দুল মজিদকে মারপিট ও আসবাবপত্র ভাংচুর করে বলে আব্দুল মজিদের পিতা মোহাম্মদ গাজী জানান।
এ সময় ঠেকাতে গেলে ৭০ বছরের বৃদ্ধ মজিদের পিতাকেও মারপিট করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। মজিদ গাজী সহ স্থানীয়রা জানায়, মোজাম্মেল মোড়লের ছেলে আজিজুল হাকিম যুবলীগনেতা হওয়ায় তার ক্ষমতার দাপটে প্রায় লোকের সাথে এ ধরণের আচরণ করে আসছে। এ ব্যাপারে জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগনেতা আব্দুল মান্নান গাজী ঘটনাটি জানার জন্য বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেন। এবিষয় তিনি বলেন, এ ধরণের কোন ঘটনার দ্বায়ভার আ’লীগ নেবে না। তিনি এ ব্যাপারে দুঃখ প্রকাশ করেন।
মোজাম্মেল হক বলেন, দোকানদার তার সম্পর্কে কটুক্তি করায় আমার ছেলেরা তার কাছে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ধাক্কাধাক্কি হয়েছে। বিষয়টি মীমাংসা করে নেয়া হবে।