জেলার খবর
জ্ঞান ভিত্তিক সমাজ গঠনে বইয়ের কোন বিকল্প নেই, .. এড. এম মাফতুন
এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)
জ্ঞান ভিত্তিক সমাজ গঠনে বইয়ের কোন বিকল্প নেই, এড. এম মাফতুন
পাইকগাছায় হেডমাস্টার আমজাদ আলী পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ১৬ মে বিকাল ৫ ঘটিকায় কার্যনির্বাহী সংসদের এক সভায় সিনিয়র সহসভাপতি মি. অখিল কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বে-সরকারি গণগ্রন্থাগার উন্নয়ন পরিষদের খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. এম. মাফতুন আহমেদ।
তিনি বলেন, সুস্থ সুন্দর সমাজ গঠনে বই পড়ার কোন বিকল্প নেই। তিনি গ্রামেগঞ্জে লাইব্রেরি গঠনে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানান। সভায় অ্যাড. এম. মাফতুন আহমেদকে সভাপতি এবং সাংবাদিক আলাউদ্দিন রাজাকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নয়া কার্যকরী কমিটি গঠন করা হয়।