গাজীপুরে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন।
মোঃ আজাহার সরকার, জেলা প্রতিনিধি-(গাজীপুর)
গাজীপুরে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন।
গাজীপুর মহানগরীরতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
২৮ জানুয়ারি গাছা প্রেসক্লাবের উদ্যোগে বিকাল চারটায় বোর্ডবাজারে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত ২০ জানুয়ারি গাজীপুর সদর উপজেলার হোতাপারায় রাত আনুমানিক নয়টায় এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মোঃআবু বক্কর সিদ্দিককে সংবাদ প্রকাশের জেরে সন্ত্রাসীরা হামলা চালায়।
পরে স্থানীয় এলাকাবাসী ও পুলিশের সহায়তায় আবু বক্করকে মূমূর্ষ অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। মোঃ আবু বক্কর গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকার বাসিন্দা ।
এ মানববন্ধনে অংশ গ্রহণ করে গাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ কামাল ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান তিনি বক্তব্য রাখেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর গাজীপুর জেলা কমিটির, যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম (মানিক), সদস্য মোঃ হাসান আলী মোঃ মুস্তাক খান, মোঃ শহীদুল ইসলাম, মোঃ সোহেল, মোঃ মাজহারুল ইসলাম রবিন,মোঃ রবিন, মোঃ শামিম, মোঃরাজু,মোঃ আশরাফুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদ প্রার্থী জনাব মোঃ আল মামুন তিনি বক্তব্য রাখেন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর শ্রীপুর উপজেলার কমিটির সাধারণ সম্পাদক জনাব মোঃ আবদুল বাতেন (বাচ্চু),ও শ্রীপুর উপজেলার কমিটির, কার্যনির্বাহী সদস্য মোঃ আজাহার সরকার, মোঃ মোজাম্মেল হক, ও আমিনুল ইসলাম,গাজীপুর জেলা, প্রেস মিডিয়া, ইলেক্ট্রনিক মিডিয়া, পিন্ড মিডিয়াসহ, সকল সম্মানিত সাংবাদিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।