নারায়ণগঞ্জের চাষাঢ়ায় জাল সার্টিফিকেট ও ভুয়া জন্ম নিবন্ধন তৈরির দায়ে এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব -১১।
সাহাদাৎ হোসেন শাহীন, জেলা প্রতিনিধি-(নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় জাল সার্টিফিকেট ও ভুয়া জন্ম নিবন্ধন তৈরির দায়ে এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব -১১।
সংবাদ বিজ্ঞপ্তি: নারায়ণগঞ্জের চাষাঢ়ায় জাল সার্টিফিকেট ও ভুয়া জন্ম নিবন্ধন তৈরির দায়ে এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব -১১। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল ২০ জুলাই দুপুরে নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন চাষাড়া মোড়ে সান্তনা মার্কেটে অবস্থিত “বিসমিল্লাহ কম্পিউটার” নামক দোকানে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত আসামি হলেন রাশেদ আহম্মেদ (৩২)। এ সময় তার দখল হতে ০২টি সিপিউ, ০১টি মনিটর, ০১টি প্রিন্টার, ০১টি স্ক্যানার, ০২টি পেন ড্রাইভ, ০১টি মডেম, ০৮টি জাল সার্টিফিকেট, ০৩টি জাল জন্ম সনদ ও নগদ ১,২৩,৬০০/- টাকা জব্দ করা হয়। সোমবার বিকালে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাশেদ আহম্মেদ (৩২) এর বাড়ী শরীয়তপুর জেলার গোসাইরহাট থানাধীন পাঁচকাঠি এলাকায়। গ্রেফতারকৃত আসামী রাশেদ আহম্মেদ (৩২) জয়যাত্রা টিভির সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করার পাশাপাশি তার মালিকানাধীন “বিসমিল্লাহ কম্পিউটার” নামক দোকানে বিভিন্ন ধরনের জাল শিক্ষা সনদ, ভুয়া জন্ম নিবন্ধন তৈরি করে লোকদের ঠকিয়ে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। এমনকি সে নিজে বাণিজ্য বিভাগে জিপিএ ৩.৪৮ (বি গ্রেড) নিয়ে ২০০৪ সালে এসএসসি পাস করলেও নিজের নামে অবৈধ উপায় অবলম্বন করে তার কম্পিউটারে এডিট করে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫.০০ (গোল্ডেন এ+) নিয়ে পাস করার ভুয়া সার্টিফিকেট তৈরি করে।
এছাড়াও অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি, ঢাকা, কুমিল্লা ও বরিশাল শিক্ষাবোর্ডের ব্যানারে তার নিজের নামে বিভিন্ন জাল শিক্ষা সনদ তৈরি করে। দীর্ঘ দিন ধরে সে “বিসমিল্লাহ কম্পিউটার” নামক দোকানে ব্যবসার আড়ালে অধিক লাভবান হওয়ার জন্য কম্পিউটারে বিভিন্ন এডিটিং সফটওয়্যার ব্যবহার করে অবৈধভাবে জাল শিক্ষাসনদ, জাল জন্ম নিবন্ধন তৈরি করে সাধারণ জনগনের সাথে প্রতারণা করে আসছে। উক্ত অভিযোগের সত্যতা পেয়ে র্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল দুপরে নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন চাষাড়া মোড়ে সান্তনা মার্কেটে অবস্থিত “বিসমিল্লাহ কম্পিউটার” নামক দোকানে বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্ত ভুয়া সাংবাদিক রাশেদ আহম্মেদ (৩২)’কে হাতে নাতে গ্রেফতার করে। তার দোকান হতে জব্দকৃত কম্পিউটারের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বিভিন্ন এডিটিং সফটওয়্যারে অসংখ্য জাল সনদ সংরক্ষিত রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত অভিযোগের সত্যতা স্বীকার করে।