টেকনাফের হোয়াইক্যংয়ে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ একজন রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে।
জানা যায়, বুধবার (১লা জুলাই) সকাল ৯.০০টারদিকে র্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং-বাহারছড়া সড়কের হোয়াইক্যং বিট অফিসের সামনে প্রধান সড়কে সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশীকালে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে কুতুপালং ১নং রোহিঙ্গা ক্যাম্পের ডি-৩ এর বাসিন্দা হাসান আহমদের পুত্র জান্নাত উল্লাহ (১৭) কে আটক করে। তার হাতে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে ৯হাজার ৯শ ৫০পিস ইয়াবা পাওয়া যায়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।