ব্রাহ্মণবাড়িয়া ১৩নং মাছিহাতা ইউনিয়নে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা
মোঃ আল আমিন, জেলা প্রতিনিধি-(ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া ১৩নং মাছিহাতা ইউনিয়নে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয়
শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর ১৩নং মাছিহাতা ইউপি অন্তর্গত চাঁন্দপুর পূর্বপাড়া বাজার আল বাইতুল আশ্রাফ জামে মসজিদে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে দোয়া মাহফিল করা হয়।
আজ (১৫ই আগষ্ট) রোজ রবিবার বাদ আসর, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও শোকদিবসে দোয়া মাহফিল শেষে মাছিহাতা ইউনিয়ন কমপ্লেক্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ১৩নং মাছিহাতা মডেল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আল আমিনুল হক পাভেল, ব্রাহ্মণবাড়িয়া সদর আওয়ামীলিগের অর্থ বিষয়ক সম্পাদক মনির ঠাকুর, বীরমুক্তিযোদ্ধা শাহ আলম ভূইঁয়া, বিট পুলিশিং কমিউনিটি মাছিহাতা ইউনিয়নের সভাপতি সেলিম আহাম্মেদ চৌধুরী, ইউপি আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ আরিফুর রহমান ভুইয়া, ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর জাকির, ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি মোঃ শামিম ভুইয়া, ইউনিয়ন যুবলিগের যুগ্মআহবায়ক মাহবুবুল আলম ভূইঁয়া, ১নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মাহফুজ চৌধুরী, সোহাগ ভূইঁয়া, বিল্লাল হোসেন বিপ্লব, আক্কাছ ভূঁইয়া, দুলাল মিয়া, পারভেজ খান নিয়াজি, জাবেদুর রহমান সহ ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলিগের অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় আওয়ামীলিগের অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সহ ১৫ আগস্টে যাদের হত্যা করা হয়েছে তাদের পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল করেন।
দোয়া পরিচালনা করেন চাঁন্দপুর পূর্বপাড়া বাজার আল বাইতুল আশ্রাফ জামে মসজিদে ইমাম মুফতি মাওলানা রহমত উল্লাহ।