জেলার খবর

বাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্টের নিখোঁজ চীনা শ্রমিকের লাশ উদ্ধার

এনামুল হক রাশেদী, বাঁশখালী উপজেলা প্রতিনিধি-(চট্টগ্রাম)

বাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্টের নিখোঁজ চীনা শ্রমিকের লাশ উদ্ধার

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ৯ নং গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা-গন্ডামারায় প্রতিষ্ঠিতব্য দেশের সর্ববৃহৎ বেসরকারী কয়লাবিদ্যুৎ প্রকল্প এস এস পাওয়ার প্ল্যান্টে কর্মরত নিখোঁজ চীনা শ্রমিকের লাশ অবশেষে উদ্ধার করেছে চীনা কর্মকর্তা ও বাঁশখালী থানা পুলিশ। টানা ২২ ঘন্টা রুদ্ধশ্বাষ উৎকণ্ঠার পর নিখোঁজ চিনা শ্রমিক জিই কিংওয়েনের লাশ উদ্ধারের পর প্রজেক্ট এলাকায় অনেকটা স্বস্থি ফিরে এসেছে।

১২ আগস্ট’২১ ইং বৃহস্পতিবার সকাল ৮টায় প্রকল্প এলাকার সাগর পাড়ে একটি ফাইলিংয়ের বিশাল গর্ত থেকে নিখোঁজ জিই কিংওয়েন এর লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পাওয়ার প্ল্যান্ট কতৃপক্ষ। খুঁজে পাওয়ার পর প্রকল্প এলাকায় স্বস্তি ফিরে এসেছে। নিহত চিনা শ্রমিক জিই কিংওয়েন চাইনিজ কন্সট্রাকশন মাউমিং কোম্পানির সাব-কনট্রাক্ট সিপিপি কোম্পানির পাইপ লাইনের একজন শ্রমিক ছিল বলে জানা গেছে, তার আনুমানিক ৩৩ বছর। তাঁর পাসপোর্ট নম্বর ঊঈ০৪১৫৬৩৩ ।

এ ব্যাপারে কয়লা বিদ্যুৎ প্রকল্প এস এস পাওয়ার প্ল্যান্টের সমন্বয়কারী সাবেক সহকারী পুলিশ সুপার মো. ফারুখের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ চীনা শ্রমিক জিই কিংওয়েন নিখোঁজ হবার পর থেকে চীনা কর্মকর্তারা তাঁর কর্ম এলাকায় সাগর পাড়ে বিভিন্ন ফাইলিংয়ের গর্তসহ প্রকল্প এলাকার আশে পাশে বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজি করছিলেন। এ নিয়ে প্রকল্প এলাকা এবং এর আশেপাশে বিভিন্ন গুঞ্জন শুরু হয়েছিল।

বিভিন্নজনকে বিভিন্ন মন্তব্যও করতে শুনা যাচ্ছিল। এ উৎকণ্ঠার মধ্যেই আজ বৃহস্পতিবার সকাল ৮টায় বিশাল ফাইলিংয়ের এক গর্তে তাঁর লাশ দেখে চীনা কর্মকর্তারা দ্রূত পুলিশকে জানায়। বাঁশখালী থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট করে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করে বলে জানিয়েছেন বাঁশখালী থানা পুলিশ।’

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কিছু শ্রমিকদের অভিযোগ, ‘ প্রকল্প এলাকায় বর্তমানে ৬ হাজার শ্রমিক কাজ করছে। কিছুদিন আগে ৭ জন শ্রমিক গুলিবিদ্ধ হয়ে মারা যায় এবং ২১ জন শ্রমিক গুলিবিদ্ধ হয়ে আহত হয়। তারপরও প্রতিমাসের শুরুতে শতাধিক শ্রমিকের বেতন না পাওয়া নিয়ে ম্যানপাওয়ার কোম্পানীর সাথে শ্রমিকদের মধ্যে চাপা ক্ষোভ চলে আসছিল প্রকল্পের ভিতর। বিষয়টি গোপন থাকায় প্রায় সময় প্রকল্প অভ্যন্তরে বিভিন্ন অপ্রত্যাশিত অপঘাতমূলক ঘটনাও ঘটছে বলে জানা গেছে।

এছাড়া মাউমিং কোম্পানির সাব-কনট্রাক্ট সিপিপি কোম্পানির সাইডে ১টি ক্রেনের ৪ মাসের ভাড়া বাবদ ৫০ লাখ টাকা বকেয়া রয়েছে এবং এস কর্পোরেশনের ১টি ক্রেনের ভাড়া বাবদ ৬০ লাখ টাকা বকেয়া রয়েছে। তা নিয়েও কয়েকদফা উত্তেজনাকর বৈঠকেও সমাধান হয়নি।’

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফীউল কবির বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। দূর্ঘটনাজনিত কারণে চীনা শ্রমিক জিই কিংওয়েনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্ত শেষে বিস্তারিত জানার পর লাশ কী করা হবে তা সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন বাঁশখালী থানার ওসি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button