পিএসজিই হতে যাচ্ছে মেসির নতুন ঠিকানা!
লিওনেল মেসি। যারা ফুটবল দেখেন এবং বোঝেন, এই নামটার সাথে পরিচিত নন এমন মানুষ খুঁজে পাওয়া অসম্ভব। তাই তো মেসির বার্সা ছাড়ার খবর পাবার সাথে সাথেই ফুটবল পাড়ায় এই একটাই প্রশ্ন। কেন গেলেন? থাকলেই বা কি হতো? এখন কোথায় যাবেন মেসি?
ঘটনার রেশ কাটতে না কাটতেই খবর ছড়িয়ে পড়ে চারিদিকে। পিএসজিই হতে যাচ্ছে খুদে জাদুকরের নতুন ঠিকানা। কারণ ঠিক একদিন আগেই যে মেসিকে ছুটি কাটাতে দেখা যায় পিএসজির নেইমার, ডি মারিয়া, ভেরাত্তিদের সাথে। কাল পর্যন্ত তা গুজব বলেই ধারণা করা হচ্ছিলো।
কিন্তু আজই পালটে গেছে চিত্র। ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানোর পোস্টে জানা যায়, আজই ফ্রান্সে উড়ে গেছেন মেসির বাবা এবং এজেন্ট হোর্হে মেসি। চলছে কথাবার্তা। এবং তারাই একমাত্র ক্লাব যারা মেসিকে নিতে সরাসরি প্রস্তাব দিয়েছে। ২০২৩ সাল পর্যন্ত তার সাথে চুক্তি করতে চায় প্যারিসের ক্লাবটি। যা মেসি চাইলেই বাড়াতে পারবেন।
মেসির প্যারিসে যাওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে আরো এক কারণে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পিএসজির জার্সিতে মেসির ছবি আপলোড করেছেন দলটির মালিকের ভাই খালিদ বিন হামাদ। সেখানে লিখেছেন, “দু’পক্ষই সমঝোতায় পৌঁছেছে। আনুষ্ঠানিক ঘোষণা আসবে শীঘ্রই।” এছাড়াও মঙ্গলবার আইফেল টাওয়ার বুকিং দিয়েছে প্যারিসিয়ানরা। নেইমারকেও যে এখানেই আনভেইল করেছিলো পিএসজি। তাই দুইয়ে দুই চার মেলাচ্ছেন অনেকেই।
খুদে জাদুকরকে নেয়ার রেসে পিএসজির সাথে ম্যানসিটির নাম শোনা গেলেও ব্যাপারটি পরিষ্কার করেছেন সিটি কোচ পেপ গার্দিওলা। ম্যানসিটির অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে তিনি জানান, মেসি তাদের চিন্তাতে নেই। দুইদিন আগেই ইপিএল রেকর্ড ১০০ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে ইংলিশ ফরোয়ার্ড জ্যাক গ্রেলিশকে দলে নিয়েছে সিটিজেনরা। তাকে ১০ নম্বর জার্সিও দিয়েছে ওরা। মেসির পিছনে না ছোটার এটাও বড় একটি কারণ।
শেষ পর্যন্ত মেসির ঠিকানা যেখানেই হোক না কেন তার বার্সা ছাড়াতে যেমন জৌলুস হারাবে লা লিগা ঠিক তেমনি লিওর আগমনে ভার বাড়বে তার নয়া ক্লাবের।