খেলাধুলা

উলভারহ্যাম্পটনকে হারিয়ে রেকর্ড গড়ল ইউনাইটেড

ক্রিস্তিয়ানো রোনালদোকে দলে ভিড়িয়ে মাঠের বাইরে বেশ বড়সড় একটা চমকই দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ‘ঘরের ছেলে’র সঙ্গে চুক্তি করার পর মাঠেও উজ্জীবিত নৈপুণ্য মেলে ধরল দলটি। উলভারহ্যাম্পটনকে হারিয়ে গড়ল রেকর্ড।

রবিবার প্রতিপক্ষের মাঠে ১-০ গোলের জয় তুলে নেয় ইউনাইটেড। একমাত্র গোলটি করেন ম্যাসন গ্রিনউড। প্রতিপক্ষের মাঠে এটি টানা ২৮ জয় ইউনাইটেডের, যা রেকর্ড।

এরপর আগে ২০০৩ ও ২০০৪ সাল মিলিয়ে প্রতিপক্ষের মাঠে টানা ২৭ ম্যাচে অপরাজিত ছিল আর্সেন ওয়েঙ্গারের অজেয় হয়ে ওঠা আর্সেনাল।

রোনালদো যদিও ম্যাচ ভেন্যুতে ছিলেন না, তবে গ্যালারি ঠিকই রোনালদো ধ্বনিতে মুখর ছিল। অনেক দর্শকই নিয়ে এসেছিলেন রোনালদোর কাটআউট।

মাঠেও দুর্দান্ত ছিল উলে গুনার সুলশারের দল। যদিও স্কোর-লাইন দেখে তা বোঝার ওপায় নেই।

ম্যাচের একেবারে শুরুতেই কার্যত গোললাইন সেভ করে ইউনাইটেডকে পতনের হাত থেকে বাঁচান বিসাকা। পরে ডেভিড ডি গেয়ার অনবদ্য ডাবল সেভ ইউনাইটেডের দূর্গ রক্ষা করে।

শেষ মুহূর্তে গ্রিনউডের দুরন্ত গোলে জয়ের দেখা পায় ইউনাইটেড। সব মিলিয়ে চলতি প্রিমিয়ার লিগে নিজেদের তিন নম্বর ম্যাচ থেকে দ্বিতীয় জয় তুলে নেয় ইউনাইটেড

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button