ছয়খানা চতুষ্পদী
–মাইন উদ্দিন আহমেদ
১)
একশো বছর আগের ধ্যান ও ধারনায়
এখনো দেখি তোরা কবিতা লিখিস,
সময়টাকে বুঝেশুনে ধারণ করা
কষ্ট করে হলেও বলি একটু শিখিস!
২)
ডাকতে হলে একটুখানি কাশি
মাঝেমধ্যে তিরস্কারের হাসি
ঝগড়া হয় মাঝেমাঝে থামিথামি,
এক বৃন্তে দুটি ফুল তুমি আর আমি!
৩)
ওরা আপনার মতো করে
কইতে পারেনা,
তাই ওরা আপনাকে কভু
সইতে পারেনা!
৪)
চলো হাতে সময় খুব কম
কখন যে হাজির হয় যম
সমাপ্তি টেনে দেবে দম
এই ভেবে সবই থমথম!
৫)
পাগলা গারদে ঢুকার আগে বলা কথা
হয়কি বলো তা কবিতা?
একথা কদিন আগে শোনো জানতে চাইলো
অনুর বান্ধবী অনিতা।
৬)
ফেইসবুকে দেখো সুযোগ পেয়ে
সবাইযে কেবল বাণী দিচ্ছে,
এমনতো কেউ কেউ থাকতে হবে
বিপদে মুখে পানি দিচ্ছে!
***