লকডাউনের ২য় দিনে বাঁশখালীর সকালবাজারে পুলিশের প্রশংসনীয় অভিযান, জনমনে স্বস্থি
এনামুল হক রাশেদী, বাঁশখালী উপজেলা প্রতিনিধি-(চট্টগ্রাম)
লকডাউনের ২য় দিনে বাঁশখালীর সকালবাজারে পুলিশের প্রশংসনীয় অভিযান, জনমনে স্বস্থি
কোভিড-১৯ সংক্রমন প্রতিরোধে সরকার সারাদেশে কঠোর লকডাউন ঘোষনা করলেও গ্রামীন জনপদে জনসাধারনের বেপরোয়া মনোভাবের ফলে বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা এস এস পাওয়ার প্ল্যান্ট পুলিশ ক্যাম্পের আইসি চৌকশ পুলিশ অফিসার লিটন চাকমা ও এএসআই মামুনুর রশিদের নেতৃত্বে একদল পুলিশ ২৪ জুলাই শনিবার সকাল ১১ টার সময় সকালবাজারে সাঁড়াষী অভিযান চালিয়ে অপ্রয়োজনীয় জনগনকে বাজার ছাড়তে বাধ্য করে।
স্থানীয় পুলিশেরেএমন তৎপরতায় এলাকার সুশীল সমাজ পুলিশকে অভিনন্দন জানিয়েছে। এসময পুলিশকে সহযোগিতা করেন গন্ডামারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বর্ষিয়ান জননেতা মাস্টার শামসুল আলম ছিদ্দিকী, স্থানীয় সাংবাদিক বাঁশখালী প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক এনামুল হক রাশেদী, তরুন সমাজ কর্মি কলিম উল্লাহ মিসবাহ প্রমূখ:।
উল্লেখ্য: সারাদেশে কঠোর লকডাউন চললেও গ্রামের মানুষদের মাঝে এ ব্যাপারে সাংঘাতিক উদাসীনতার কারনে এলাকার সুশীল সমাজ নিদারুন শংকায় দিনাতিপাত করে। কঠোর লকডাউনের মাঝেও গ্রামের হাট-বাজারে ঈদের উৎসবে মানুষের গাদাগাদি পরিবেশ, মুখে মাস্ক পড়ার নেই কোন বালাই, স্বাস্থ্যবিধি মেনে চলার নেই কোন তোয়াক্কা। বাঁশখালীর পশ্চিম বড়ঘোনা সকাল বাজার অত্যন্ত জনবহুর ব্যস্ততম একটি বাজার। স্থানীয় লোকজনের পাশাপাশি পাওয়ার প্ল্যান্টের শত শত শ্রমিক সকাল-বিকাল এ বাজারে যাতায়াত করে থাকে তাদের নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস-পত্র ক্রয়ের জন্য।
স্থানীয় পুলিশ ক্যাম্পের আইসি লিটন চাকমা বলেন, সরকারের বিধিনিষেধ বাস্তবায়নে আমরা সর্বদা তৎপর আছি। আমরা জনগনকে অহেতুক বিরক্ত করতে চাইনা, কিন্তু সর্বসাধারনের ক্ষতি হবে এমন কোন আচরও বরদাশত করা হবেনা। স্থানিয় সচেতন মহলকেও তিনি এ ব্যাপারে সজাগ ও সতর্ক থাকার অনুরোধ জানান।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার শামসুল আলম ছিদ্দিকী বলেন, এস এস পাওয়ার প্ল্যান্টে কর্মরত শ্রমিকদের নিয়োগকারী ম্যানপাওয়ার কোম্পানীর কর্মকর্তরা তাদের শ্রমিকরা যাতে প্রকল্প এলাকা থেকে যখন তখন বের না হয়, সে ব্যাপারে তিনি ম্যানপাওয়ার কোম্পানীর কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষন করেন।
উল্লেখ্য: ২৩ জুলাই থেকে সারাদেশে কঠোর লকডাউন চললেও বাঁশখালীর গ্রামীন জনপদের মানুষের বেপরোয়া মনোভাবে সকাল- সন্ধ্যায় হাট-বাজারে অহেতুক আড্ডা, মাস্কবিহীন ঘুরাফেরা, দোকান-পাট খোলা রেখে ব্যবসা-বানিজ্য পরিচালনা করা নিয়ে বিভিন্ন মিডিয়ায় নিউজ প্রকাশিত হলে স্থানিয় প্রশাসন তাৎক্ষনিকভাবে সক্রিয় হয়ে পরিস্থিতি নিরাপদ রাখতে অভিযান পরিচালনা করে। পুলিশের প্রয়োজনীয় এ তৎপরতায় স্থানীয় সচেতন মহল পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি অভিনন্দন জানিয়েছে।,