পাইকগাছায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে উফশী আউশ বীজ ও রাসায়নিক সার বিতরণ
এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)
পাইকগাছায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে উফশী আউশ বীজ ও রাসায়নিক সার বিতরণ
পাইকগাছায় খরিপ-১ উফশী আউশ ফসলের উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ৬শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে উফশী আউশ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে কৃষি সাম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী’র সভাপতিত্বে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ প্রত্যেক কৃষককে ৫ কেজি আউশ ধান, ২০কেজি ডিএপি ও ১০কেজি পটাশ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ পোদ্দার এর সঞ্চালনায় এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ মোঃ এজাজ শফী, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপ-সহকারী উদ্ভীদ সংরক্ষণ কর্মকর্তা ধ্রুবজ্যোতি সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিন্টু রায়, মোঃ মিজানুর রহমান, ডল্টন রায়, মোঃ বিল্লাল হোসেন, ইয়াসিন আলী, দেবদাস রায় সহ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীগণ।