শ্রীপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী পালিত
মোঃ আজাহার সরকার, জেলা প্রতিনিধি-(গাজীপুর)
শ্রীপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী পালিত
গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী এবং স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৮ মার্চ বিকাল সাড়ে চারটায় গাজীপুরের শ্রীপুর উপজেলার ৫নং কাওরাইদ ইউনিয়নের মুক্ত মঞ্চে আলোচনা সভায় ৫নং কাওরাইদ ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুজ্জামানের সভাপতিত্বে ও ৫নং কাওরাইদ ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি আওয়ামী লীগ নেতা, ৫নং কাওরাইদ ইউনিয়ন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী শারফুল ইসলাম।
এ সময় প্রধান অতিথি বক্তব্যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা উন্নয়নের কথা তুুুলে ধরেন।
তিনি বলেছিলেন, আমি জনগণের সেবক হতে চাই। সমাজের ভেদাভেদ দূর করে একটি সুন্দর ইউনিয়ন গড়ে তুলতে চাই। যদি নমিনেশন পাই তাহলে ৫নং কাওরাইদকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।