পাইকগাছায় চেতনানাশক স্প্রে প্রয়োগে অজ্ঞান করে লাখ টাকা লুট; অসুস্থ ৪, ওসি’র ঘটনাস্থল পরিদর্শন
এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)
পাইকগাছায় চেতনানাশক স্প্রে প্রয়োগে অজ্ঞান করে লাখ টাকা লুট; অসুস্থ ৪, ওসি’র ঘটনাস্থল পরিদর্শন
পাইকগাছায় চেতনা নাশক স্প্রে নিক্ষেপ করে অজ্ঞান করে নগদ এক লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এতে একই পরিবারের শিশু, মহিলা ও প্রতিবন্ধীসহ ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার উপজেলার উত্তর খড়িয়া গ্রামের মৃত ভরত মন্ডলের বাড়িতে রাত ১০ টার পরে যেকোন সময় এ ঘটনাটি ঘটনানো হয়েছে। খবর পেয়ে ওসি এজাজ শফি ঘটনাস্থল পরিদর্শন সহ অসুস্থ্যদের চিকিৎসা সেবার খোঁজখবর ও দায়িত্ব নিয়েছেন।
জানাগেছে, উপজেলার উত্তর খড়িয়া গ্রামের মৃত ভরত মন্ডলের প্রতিবন্ধী ছেলে বিমল মন্ডল (৬৫), বিমল মন্ডলের ছেলে সুশান্ত মন্ডল (৪২), সুশান্ত মন্ডলের শিশু ছেলে রুদ্র মন্ডল (১১) ও সুশান্ত মন্ডলের স্ত্রী সুমতি মন্ডল (২৮) কে চেতনানাশক স্প্রে নিক্ষেপের পর সকলেই অজ্ঞান হয়ে পড়ে। এরপর দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে বাক্সের ভেতর নগদ এক লাখ টাকা নিয়ে চলে যায়।
রাত আনুমানিক ১টার দিকে তাদের জ্ঞান ফিরলে প্রতিবেশিদের সংবাদ দিলে তারা অসুস্থদের পাইকগাছা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে বিমল মন্ডল বিষয়টি নিশ্চিত করেন। খবর পেয়ে ওসি এজাজ শফি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন।
ওসি এজাজ শফী জানান, বিষয়টি জানার পর আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।